Robot

Robot: রোবটের দেহে জীবন্ত টিস্যু! ক্ষত শুকিয়ে যাবে নিজে থেকেই, চমক জাপানি বিজ্ঞানীদের

টোকিয়োর এক দল বিজ্ঞানী আবিষ্কার করলেন এমন এক প্রযুক্তি যাতে নাকি রোবটের দেহে গজিয়ে উঠেছে মানুষের মতো ‘টিস্যু’ বা কলা।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১০:২০
Share:

এ ভাবেই কি ‘মানুষ’ হবে রোবটরা? ছবি: সংগৃহীত

প্রযুক্তির দিক থেকে বরাবরই বেশ এগিয়ে জাপানি বিজ্ঞানীরা। এ বার টোকিয়োর এক দল বিজ্ঞানী আবিষ্কার করলেন এমন এক প্রযুক্তি যাতে নাকি রোবটের দেহে গজিয়ে উঠেছে মানুষের মতো ‘টিস্যু’ বা কলা। শুধু এখানেই শেষ নয়, এই টিস্যু ও তৎসংলগ্ন ত্বক নাকি নিজে থেকেই সারিয়ে ফেলতে পারে ক্ষত!

Advertisement

সম্প্রতি বিশ্বখ্যাত একটি বিজ্ঞানবিষয়ক পত্রিকায় প্রকাশ পেয়েছে টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানীর এই সাম্প্রতিকতম গবেষণার কথা। বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ো-হাইব্রিড নামক একটি পদ্ধতিতে তাঁরা তৈরি করেছেন অবিকল মানুষের মতো টিস্যু ও ত্বক। এই টিস্যু তৈরি করতে ব্যবহার করা হয়েছে এক ধরনের হালকা কোলাজেন ম্যাট্রিক্স, নাম— হাইড্রোজেল। এই উপাদানটির ভিতর ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইট নামক কোষের বিস্তার ঘটানো হয়।

সেই রোবট ছবি: সংগৃহীত

বিজ্ঞানীদের এই দলটির প্রধান শোজি টাকেউজির দাবি, যে হেতু এই ধরনের টিস্যু অবিকল মানুষের মতো, তাই চিকিৎসা শাস্ত্রে এই ধরনের রোবট যুগান্তকারী হয়ে উঠতে পারে। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের টিস্যু ব্যবহার করে তাঁরা বিভিন্ন ধরনের কৃত্রিম অঙ্গ ও ত্বকও গড়ে তুলতে চান বলে জানান তিনি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement