Bryan Adams-Rupam Islam

নিজের শহরে দাঁড়িয়েই ব্রায়ান অ্যাডাম্‌সের সঙ্গে আলাপ! কলকাতায় এমন রাত বেশি আসে না: রূপম ইসলাম

বিশ্বখ্যাত রকশিল্পী ব্রায়ান অ্যাডাম্‌সের কনসার্ট শুনে বেরিয়ে মন্তব্য করলেন এ শহরের রকস্টার রূপম ইসলাম। রবিবার আনন্দবাজার অনলাইনকে তিনি জানালেন, এই রাতটি তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ০২:৫৪
Share:

(বাঁ দিকে) ব্রায়ান অ্যাডাম্‌স এবং রূপম ইসলাম (ডান দিকে)। —ফাইল চিত্র।

কলকাতা পেল একটি স্মরণীয় রাত। এমন রাত এই শহরে বার বার আসে না। বিশ্বখ্যাত রকশিল্পী ব্রায়ান অ্যাডাম্‌সের কনসার্ট শুনে বেরিয়ে মন্তব্য করলেন এ শহরের রকস্টার রূপম ইসলাম।

Advertisement

রবিবার আনন্দবাজার অনলাইনকে তিনি জানালেন, এই রাতটি তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকবে। রূপম বললেন, “এমন সুযোগ পেয়ে আপ্লুত! অনুষ্ঠান শুরুর আগেই ব্যাকস্টেজে ব্রায়ানের সঙ্গে আলাপ করার সুযোগ পেলাম।” সে সময়ে রূপমের সঙ্গে ছিল পুত্র রূপও। বাবার সঙ্গে তার প্রিয় গায়কের সামনে পৌঁছে আনন্দ পেয়েছে সেও।

ব্রায়ান অ্যাডাম্‌সের সঙ্গে রূপম ইসলাম ও তাঁর পুত্র রূপ। কলকাতায়। —নিজস্ব চিত্র।

রবিবারের শহর ব্রায়ানের আগমন নিয়ে উত্তেজিত ছিলই। বহুকালের মধ্যে এই মাপের অনুষ্ঠান কলকাতায় হয়নি। এ শহরের বিশিষ্ট থেকে সাধারণ— অনুষ্ঠানে হাজির ছিলেন অনেকে। তাঁদেরই মধ্যে ব্রায়ান-জোয়ারে গা ভাসিয়ে সপরিবার কনসার্ট শুনতে গিয়েছিলেন রূপমও। তাঁর শহর যে তাঁরই প্রিয় শিল্পীকে এত ভালবাসায় ভরিয়েছে, তা দেখে উত্তেজিত তিনি। আবার এত হইচইয়ের মাঝে রূপমের প্রতি ভালবাসা প্রকাশেও যে ত্রুটি রাখেনি তাঁর শহর, তা দেখেও ভাল লেগেছে রকশিল্পীর। রূপম বললেন, “অত ভিড়ের মধ্যেও আমার সঙ্গে অনেকে সেলফি তুললেন। আজকের দিনটা ছিল বিশেষ। তাই ছবি তুলতে আরও ভাল লাগল।”

Advertisement

তবে, রূপমকে সেরা উপহার দিয়েছেন ব্রায়ান স্বয়ং। রূপম বললেন, “আমাকে ব্রায়ানের সঙ্গে উদ্যোক্তারা আলাপ করিয়ে দিলেন ‘বাংলার সবচেয়ে জনপ্রিয় রকস্টার’ বলে। এই পরিচয় পেয়ে ব্রায়ান বেশ কৌতূহল নিয়ে আমার দিকে তাকালেন। বললেন— ‘রিয়‍্যালি? হাউ নাইস! আপনার সঙ্গে আলাপ করে ভাল লাগছে।’ ব্রায়ানকে প্রত‍্যুত্তরে বললাম, ‘আমি আপনার বিরাট ফ্যান। ছোটবেলা থেকেই আপনার গান শুনছি।’ ব্রায়ান সৌজন্য প্রকাশ করে বললেন, ‘এ বার আমিও আপনার ফ্যান হব।’ আমি তখন আমার পুত্রকে দেখিয়ে বললাম— ‘এই যে, আমার ছেলে, আপনার নতুন একজন ভক্ত।’ তার পর তাঁর অনুমতি নিয়ে উদ‍্যোক্তা আমাদের একটি ছবি তুলে দিলেন, না হলে এই দ‍্যাখা হওয়ার কোনও রেকর্ড থাকত না। ব্রায়ানের কলকাতা মঞ্চে ওঠার ঠিক আগে ঘটা এই ছোট্ট সাক্ষাৎকার আমার কাছে ভীষণ দামি হয়ে থাকবে। সারা জীবন মনে রেখে দেওয়ার মতোই একটি ঘটনা এটি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement