Interior decoration

Home Decor: ঘরের সাজ বড্ড একঘেয়ে লাগছে? এক পাশের দেওয়াল সাজাতে পারেন এ ভাবে

ঘরের সৌন্দর্য নির্ভর করে কী ভাবে ঘর সাজাচ্ছেন তার উপর। ঘরের দেওয়ালেও থাক সেই সাজের নিদর্শন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৭:০৮
Share:

ঘরের দেওয়াল শোভা বাড়াবে সারা বাড়ির! ফাইল চিত্র

সোফার পিছনের একরঙা দেওয়ালটা কেমন ম্যাড়ম্যাড় করছে। সারা বাড়ি সাজানো হলেও ওই দেওয়ালটার দিকে সেই ভাবে চোখ যায়নি? কিংবা ধরুন শোওয়ার ঘরে খাটের পিছনে একরঙা দেওয়ালটারও এক অবস্থা? আসলে ঘর সাজানোর সময় অনেক ছোটখাটো জিনিসই আমাদের নজরের বাইরে চলে যায়। দেওয়ালে পছন্দসই রং করেই ক্ষান্ত দিয়ে থাকি। একবারও ভাবি না, আসবাবভর্তি ঘরে একদম ফাঁকা দেওয়াল কিন্তু ভারী বেমানান লাগতে পারে!

Advertisement

অনায়াসে একটু সময় বার করে নিয়ে আপনিই সাজাতে পারেন আপনার বাড়ির এই রকম দেওয়ালগুলো।

আঁকা ছবি লাগান

Advertisement

বিখ্যাত শিল্পীদের আঁকা রঙিন ছবি ঘরের ফাঁকা দেওয়ালে লাগাতে পারেন। আপনার দেওয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবি ঘরকে একটা অন্য মাত্রা দেবে। দেশি ও বিদেশি শিল্পীদের আঁকা ছবি লাগান। এতে সাংস্কৃতিক বৈপরীত্যও স্পষ্টভাবে ধরা দেবে।

গাছ লাগান

এখন অনেক ছোট ছোট কাচের পাত্রে জল ভরে দেওয়ালে গাছ ঝুলিয়ে রাখা যায়। এই রকম বেশ কয়েকটা সুন্দর দেখতে পাত্র কিনে ছোট ছোট গাছ দেওয়ালে লাগিয়ে রাখুন। ঘরে একটা সবুজের আমেজ আসবে।

বাহারি তাক বানান

বাড়িতে অনেক সময় বই রাখার জায়গা পাওয়া যায় না। কিংবা ছোট কোনও ঘর সাজানোর জিনিসও কোথায় রাখবেন ভেবে পাওয়া যায় না। দেওয়ালে বাহারি তাক করুন। এর ফলে সহজেই কয়েকটি বই বা ঘর সাজানোর জিনিস রাখতে পারবেন।

আরও পড়ুন:

আপনার দেওয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবি ঘরকে একটা অন্য মাত্রা দেবে।

দেওয়ালে ম্যুরাল আঁকাতে পারেন

দেওয়ালে যদি একদমই অন্য কিছু না রাখতে চান, তাহলে দেওয়াল কোনও ম্যুরাল আঁকাতে পারেন। ঘরের একটা বিষয় বেছে নিন, তারপর সেই বিষয়ের উপর ভিত্তি করে দেওয়াল জুড়ে আঁকান। দেওয়াল সম্পূর্ণ অন্য রকম দেখাবে।

আয়না লাগান

নানা ধরনের বাহারি আয়না লাগাতে পারেন দেওয়ালে। পুরনো ধাঁচের আয়নাও কিনতে পারেন। সেই রকম কয়েকটি আয়নায় দেওয়াল সাজালে ঘরে একটা পুরনো সময়ের চরিত্র ফুটে উঠবে। দেওয়ালও সুন্দর দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement