প্রেম হোক চাঙ্গা। ছবি: সংগৃহীত।
প্রেমের সম্পর্ক সহজেই তৈরি হয়ে যায়। কিন্তু তা টিকিয়ে রাখা বেশ মুশকিলের। সম্পর্কের কিছু সমীকরণও আছে। সঙ্গীর সঙ্গে দীর্ঘ দিন দেখা না হলে মন উচাটন হয়। তেমনি একসঙ্গে দীর্ঘ পথ হাঁটার পরে একটা একঘেয়েমি আসারও আশঙ্কা থাকে। সেই শীতলতা কাটিয়ে উঠতে না পারার কারণে সম্পর্ক ভাঙে। তাই প্রেমে চনমনে থাকা জরুরি। কী ভাবে চাঙ্গা রাখবেন সম্পর্ক?
১) অতিরিক্ত ফোন ব্যবহার করা থেকে বিরত থেকে সময় দিন পরস্পরকে। ছোটদের মোবাইল আসক্তি কমাতে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু নিজেরা পালন করেন না সেই উপদেশ। জীবনে এমনিতেই কমে এসেছে ব্যক্তিগত আলাপচারিতার সুযোগ, তার উপর যেটুকু সময় একসঙ্গে থাকবেন, তা-ও যদি কেটে যায় ফোনের পিছনে, তবে অজান্তেই ক্ষতি হতে পারে সম্পর্কের।
২) নিজেদের জন্য সময় বরাদ্দ করুন আলাদা করে। একসঙ্গে থাকা মানেই কিন্তু কাছাকাছি থাকা নয়। এমন কিছু সময় বার করুন, যা রোজকার অভ্যস্ত যাপনের মধ্যে পড়ে না। দিনের একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে বসে সারাদিনে কে কী করলেন, তার গল্প করুন। প্রথম প্রথম খুবই সাদামাঠা লাগবে বিষয়টি। কিন্তু দেখবেন, এই একটি অভ্যাস এক দিকে যেমন কাছাকাছি আনবে একে অপরকে, তেমনই কমাবে মানসিক চাপ।
৩) ভালবাসার মানুষটিকে বারবার বলুন ভালবাসার কথা। ভাল সম্পর্কের জন্য শুধু ভালবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন তার প্রকাশেরও। কোনও কারণ ছাড়াই উপহার কিনে আনুন সঙ্গীর জন্য। খুব দামি কিছু হতে হবে, এমন নয়। ভালোবাসা থাকলে আপাত তুচ্ছ কোনও জিনিসও অমূল্য মনে হতে পারে।