বিড়ালের জন্য প্যাকেট-জাত শুকনো খাবার পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শে সেই খাবার খাওয়াতে পারেন। কিন্তু এর বাইরে রয়েছে ঘরোয়া কিছু খাবার। আপনি রোজ যা খাচ্ছেন, তা পোষ্যকে দেবেন না। বরং কী কী খাওয়ালে ওরা ভাল থাকবে, তা জেনে নিন।
সিদ্ধ ডিম থেকে হলুদ অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশ থেঁতো করে গুঁড়িয়ে নিন। ভাতের সঙ্গে সেই ডিমের সাদা অংশ মিশিয়ে নিয়ে বিড়ালকে খাওয়াতে পারেন।
মুরগির মাংস সিদ্ধ করা জল বিড়ালের জন্য ভাল। তবে মনে রাখবেন, এতে নুন বা কোনও মশলা যেন না থাকে।
তরমুজ বিড়ালের শরীরের জলের চাহিদা কিছুটা মেটায়। তবে প্রচুর পরিমাণে তরমুজ বিড়ালের ক্ষতি করতে পারে। তাই তরমুজ খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তরমুজ বিড়ালের শরীরের জলের চাহিদা কিছুটা মেটায়। তবে প্রচুর পরিমাণে তরমুজ বিড়ালের ক্ষতি করতে পারে। তাই তরমুজ খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বছরে এক বার টিকা দিতে হবে বিড়ালকে। তবে বিড়াল যদি গর্ভবতী হয় বা প্রসব করে, তা হলে টিকা দেওয়া যাবে না। বাড়িতে ঘাস রাখতেই হবে। বিড়ালের বদহজম হলে এই ঘাস খেয়েই ওরা বমি করে। বিড়ালকে বেশি পেঁয়াজ-রসুন, চিনি দেওয়া খাবার, রেড মিট বা চিংড়ি খাওয়ানো যাবে না। শর্করা জাতীয় খাবার যতটা সম্ভব কম দেওয়াই ভাল।