আপনি অল্প হলেও বুঝতে পারছেন এ নিখাদ বন্ধুত্বের হাতছানি নয়। ছবি: সংগৃহীত
অতি সম্প্রতি কোনও ব্যক্তির সঙ্গে হয়তো আপনার আলাপচারিতা গড়ে উঠেছে। বেশ কিছু দিন বার্তালাপ চলার পর মনের কোণে কোথাও একটা যেন সন্দেহের মেঘ জমা হচ্ছে। আপনার প্রতি বাড়তি আকর্ষণ দেখাচ্ছে। এমন কিছু কথা বিপরীত দিক থেকে আসছে, তাতে আপনি অল্প হলেও বুঝতে পারছেন এ নিখাদ বন্ধুত্বের হাতছানি নয়। এর মধ্যে লুকিয়ে আপনার প্রতি যৌন আকর্ষণ। কিন্তু অনেক সময়ে অনেকেই তা বুঝতে পারেন না। অপর ব্যক্তির কোনও কথায় কী ভাবে বুঝবেন যে, তিনি আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইছেন?
১) সেই ব্যক্তি বোঝানোর চেষ্টা করতে পারেন যে, তিনি সত্যিই আপনার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চান।
২) পৃথিবীতে আপনাকেই তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সে কথাও বলতে পারেন।
ছবি: সংগৃহীত
৩) নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন। নিজের হাতে রকমারি পদ রেঁধে খাওয়ানোরও প্রতিশ্রুতি দিতে পারেন।
৪) আপনার জন্য তিনি যে কোনও মূল্যে সব কিছু করতে পারেন, তা-ও বোঝানোর চেষ্টা করতে পারেন।
৫) আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাঁর কাছে সবচেয়ে উপভোগ্য, এমনও দাবি করে থাকেন অনেকে।