প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
সম্পর্ক ঠিক কেমন হবে তা নিয়ে সকলেরই আলাদা আলাদা ধারণা আছে। দু’জন মানুষ যখন একসঙ্গে থাকে, তখন নানা বিষয় নিয়ে মতের অমিল হতেই পারে। কিন্তু সঙ্গী যদি থাকে অনেক দূরে, তা হলে এই ছোটখাটো মতের অমিল নিয়েও বিশাল দূরত্ব তৈরি হয়ে যেতে পারে মনে। কোন কোনও সময়ে এই দূরত্ব ঘোচাতে গিয়ে মানুষ অজান্তেই অনেক ভুল করে ফেলেন। তাতে সম্পর্ক পক্ত হওয়ার চেয়ে দুর্বল হয়ে পড়ে বসি। জেনে নিন সেই ভুলগুলি কী।
১। সঙ্গী দূরে থাকলে যোগাযোগই সম্পর্ককে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। ভাল না লাগলেও মাঝেমাঝে জোর করে কথা বলার চেষ্টা করা উচিত সম্পর্কের খাতিরে। হয়তো আপনার খুব ক্লান্ত লাগছে। কিন্তু সঙ্গীর সারা দিনে নানা রকম সমস্যা হয়েছে। সব কথা মন দিয়ে না শুনে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তা হলে সঙ্গীর অবহেলিত মনে হতেই পারে। দূরে থাকলে এই ছোট ছোট অনুযোগগুলিই হঠাৎ বড় হয়ে যায়।
২। যাঁরা অনেক দূরে থাকেন, তাঁরা সব সময়ে একে অপরকে খুশি করতে বড় কিছু ভাবেন। বড় কোনও চমক, বড় কোনও উপহার, লম্বা ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু তাঁরা ভুলে যান জীবনের ছোট ছোট আনন্দগুলি ভাগ করে নিতে। যদি কোনও ছোট মুহূর্তে মন আনন্দে ভরে ওঠে, সেই মুহূর্তটা ফোন কিংবা ভিডিয়ো কলে ভাগ করে নিন। কখনও কখনও সারা রাত জেগে গল্প করুন। কখনও ভিডিয়ো কলে দু’জনে একসঙ্গে নৈশভোজ করুন। ছোট ছোট মুহূর্তই পরে মনে থাকবে সারা জীবন।
সম্পর্ক ঠিক কেমন হবে তা নিয়ে সকলেরই আলাদা আলাদা ধারণা আছে। দু’জন মানুষ যখন একসঙ্গে থাকে, তখন নানা বিষয় নিয়ে মতের অমিল হতেই পারে। কিন্তু সঙ্গী যদি থাকে অনেক দূরে, তা হলে এই ছোটখাটো মতের অমিল নিয়েও বিশাল দূরত্ব তৈরি হয়ে যেতে পারে মনে। কোন কোনও সময়ে এই দূরত্ব ঘোচাতে গিয়ে মানুষ অজান্তেই অনেক ভুল করে ফেলেন। তাতে সম্পর্ক পক্ত হওয়ার চেয়ে দুর্বল হয়ে পড়ে বসি। জেনে নিন সেই ভুলগুলি কী।
১। সঙ্গী দূরে থাকলে যোগাযোগই সম্পর্ককে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। ভাল না লাগলেও মাঝেমাঝে জোর করে কথা বলার চেষ্টা করা উচিত সম্পর্কের খাতিরে। হয়তো আপনার খুব ক্লান্ত লাগছে। কিন্তু সঙ্গীর সারা দিনে নানা রকম সমস্যা হয়েছে। সব কথা মন দিয়ে না শুনে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তা হলে সঙ্গীর অবহেলিত মনে হতেই পারে। দূরে থাকলে এই ছোট ছোট অনুযোগগুলিই হঠাৎ বড় হয়ে যায়।
২। যাঁরা অনেক দূরে থাকেন, তাঁরা সব সময়ে একে অপরকে খুশি করতে বড় কিছু ভাবেন। বড় কোনও চমক, বড় কোনও উপহার, লম্বা ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু তাঁরা ভুলে যান জীবনের ছোট ছোট আনন্দগুলি ভাগ করে নিতে। যদি কোনও ছোট মুহূর্তে মন আনন্দে ভরে ওঠে, সেই মুহূর্তটা ফোন কিংবা ভিডিয়ো কলে ভাগ করে নিন। কখনও কখনও সারা রাত জেগে গল্প করুন। কখনও ভিডিয়ো কলে দু’জনে একসঙ্গে নৈশভোজ করুন। ছোট ছোট মুহূর্তই পরে মনে থাকবে সারা জীবন।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
৩। অনেক সময়ে ভাল থাকার জন্য বড্ড বেশি সঙ্গীর উপর নির্ভরশীল হয়ে পড়েন কেউ কেউ। সেটা যে কোনও সম্পর্কের পক্ষেই ক্ষতিকর। কিন্তু যাঁরা দূরে থাকেন, তাঁদের জন্য আরও। সেই পরিস্থিতিতে সঙ্গী কোনও সময়ে যদি বন্ধুবান্ধবের সঙ্গে ভাল সময় উপভোগ করেন, তখন কষ্ট হয় বেশি।
৪। অনেক সময়ে আমরা সম্পর্কে কোনটা গুরুত্ব দেবো, কোনটা দেবো না, সেটা বুঝতে সমস্যা হয়। সঙ্গী যদি দূরে থাকে তা হলে তো সমস্যা আরও বেড়ে যায়। অনেকে মনে করেন, কোনও সমস্যা হলে সেগুলি জমিয়ে রাখাই ভাল। মুখোমুখি দেখা হলে মিটিয়ে ফেলা যাবে। কিন্তু এ ভাবে সমস্যা আরও জটিল হয়ে যায়।