Minor

Minor Marriage: অপ্রাপ্তবয়স্ক যুগলের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া অনুচিত, বলল ইলাহাবাদ হাই কোর্ট

বিবাহ ও বিবাহোত্তর জীবনযাপনের জন্য একটি নির্দিষ্ট বয়স রয়েছে, সেই বয়সের আগে এই ধরনের কাজ কোনও মতেই সম্মতিযোগ্য নয়, জানিয়েছে কোর্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৪:৫৯
Share:

নির্দিষ্ট বয়সের আগে বিবাহ নয় ছবি: সংগৃহীত

‘১৫-১৬ বছর বা ১৮-এর কম বয়স বৈবাহিক প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় নয়।’ নাবালিকাকে বিবাহ ও ধর্ষণ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার সময় এমনটাই জানালেন ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রাজেশ সিংহ চৌহান।

Advertisement

এক নাবালিকার পরিবারের তরফ থেকে জোর করে বিবাহ ও ধর্ষণের অভিযোগ জানানো হয় লুধিয়ানার এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত ওই নাবালিকাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ করা হয়। নাবালিকার পরিবারকে কিছু না জানিয়েই অভিযুক্ত তাকে বাড়ি নিয়ে যায় বলেও অভিযোগ। অভিযোগ পাওয়ার পর গত ৬ জানুয়ারি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শেষ পর্যন্ত জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত।

হাইকোর্টে জামিন পেয়ে গিয়েছেন অভিযুক্ত। কিন্তু এই জামিন ব্যতিক্রমী হিসেবে দেখতে হবে বলেই জানিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, ওই নাবালিকা বিয়ে করে নিয়েছে অভিযুক্তকে। সে বাড়ি ফিরতে চায় না, স্বামীর সঙ্গেই থাকতে চায়। ইতিমধ্যেই একটি পুত্রসন্তানও হয়েছে দু’জনের। তাই ওই নাবালিকা ও সদ্যোজাত সন্তানের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই অভিযুক্তকে জামিন দেওয়া হল বলেই জানিয়েছে আদালত। তবে অপ্রাপ্তবয়স্কদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে অসম্মতির কথাও স্পষ্ট করে জানিয়েছেন বিচারপতি। বলেছেন, ‘‘বিবাহ ও বিবাহোত্তর জীবনযাপনের জন্য একটি নির্দিষ্টকৃত বয়স রয়েছে, সেই বয়সের আগে এই ধরনের কাজ কোনও মতেই সম্মতিযোগ্য নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement