marriage

Marriage Ceremony: বাড়ছে বিয়ের খরচ, আমন্ত্রিতের তালিকা কাটছাঁট করছেন নতুন প্রজন্মের যুগলরা: সমীক্ষা

খরচ সামলাতে নতুন প্রজন্মের হবু দম্পতিরা ঝুঁকছেন আমন্ত্রিতের সংখ্যা কাটছাঁট করার দিকে। বলছে সাম্প্রতিক এক সমীক্ষা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১২:৩১
Share:

পকেট বাঁচিয়ে করতে হবে বিয়ের খরচ। ছবি: সংগৃহীত।

কোভিডের ধাক্কা সামলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বিয়ের বাজার। বিবাহ অনুষ্ঠানের সংখ্যাও ২০২১ থেকে অনেকটাই বেড়েছে ২০২২-এ। বাজার চাঙ্গা হতেই বেড়েছে অনুষ্ঠানের খরচও। আর সেই খরচ সামলাতে নতুন প্রজন্মের হবু দম্পতিরা ঝুঁকছেন আমন্ত্রিতের সংখ্যা কাটছাঁট করার দিকে। বলছে সাম্প্রতিক এক সমীক্ষা।

Advertisement

একটি বিবাহ ম্যানেজমেন্ট সংস্থার করা দেশব্যাপী সমীক্ষায় দেখা গিয়েছে, জিনিসপত্র, খাবারদাবারের মূল্যবৃদ্ধি, কর্মচারীদের মজুরি বেড়ে যাওয়ার মতো কারণে ৩১ শতাংশ সংস্থাই বাড়িয়ে দিয়েছে বিয়ের অনুষ্ঠান আয়োজনের খরচ। সমীক্ষার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২২ সালে বিয়ের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষদের আয় বেড়েছে ৪২.৫ শতাংশ।

৩৯.৮ শতাংশ হবু দম্পতি নিজেদের বিয়ের সম্পূর্ণ খরচ করছেন নিজেরাই। ছবি: সংগৃহীত।

ব্যয়বৃদ্ধি ছাড়াও বিয়ের অনুষ্ঠান আয়োজনের দিক থেকে আরও একটি বদল এসেছে বলে জানাচ্ছে সংস্থাটি। সমীক্ষা অনুযায়ী ৩৯.৮ শতাংশ হবু দম্পতি নিজেদের বিয়ের সম্পূর্ণ খরচ করছেন নিজেরাই। আর তাঁদের অধিকাংশই আমন্ত্রিত মানুষের সংখ্যার বদলে বেশি নজর দিচ্ছেন আয়োজন ভাল করার দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement