Adoption

Inspirational Story: ৪ মাস বয়সে কুড়িয়ে পেয়েছিলেন জঞ্জালের স্তূপে, সেই শিশুকেই দত্তক নিচ্ছেন যুবক

২০১৭ সালে জঞ্জালে জিম্মি আমিসিয়াল যুবক খুঁজে পান ৪ মাসের এক শিশু। তাকেই দত্তক নিচ্ছেন ২৭-এর যুবক। নাম রেখেছেন, এমিলিও অ্যাঞ্জেল জেরেমিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৪:৩৬
Share:

ছবি: সংগৃহীত

২০১৭ সালে হাইতিতে নিজের পৈতৃক বাড়িতে যাচ্ছিলেন জিম্মি আমিসিয়াল, তখনই পথের ধারে জঞ্জালে শুনতে পান শিশুর কান্না, সেখানেই তিনি খুঁজে পান ৪ মাসের এক শিশু। সেই শিশুকেই আইনত দত্তক নিচ্ছেন ২৭-এর যুবক। নাম রেখেছেন, এমিলিও অ্যাঞ্জেল জেরেমিয়া।

Advertisement

আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির ছাত্র আমিসিয়ালের বয়স তখন ২২। নিজের পেট কী ভাবে চলবে তা-ই নিশ্চিত ছিল না। তবুও শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যেতে এক মুহূর্ত ভাবেননি তিনি। তিনি ও তাঁর মা এলিসি শিশুটিকে স্নান করিয়ে, খাইয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। শিশুটির বাবা-মায়ের সন্ধান না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে আমিসিয়ালের কাছে জানতে চাওয়া হয় তিনি আইনত শিশুটির অভিভাবক হতে চান কি না।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, আমিসিয়াল জানিয়েছেন প্রস্তাব পাওয়ার পর তিনি কয়েক রাত ঘুমাতে পারেননি। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। সেই থেকে তাঁর মায়ের কাছেই ছিল শিশুটি, মাঝেমাঝেই আমেরিকা থেকে হাইতি আসতেন আমিসিয়াল। সম্প্রতি আমিসিয়াল আইনত শিশুটির বাবা হতে চেয়ে আবেদন করেছেন তিনি। শিশুটি যেহেতু ৫ বছর তাঁর কাছেই আছেই তাই সেই আবেদন মঞ্জুর হয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। আইনত বাবা হতে পেরে আবেগাপ্লুত আমিসিয়াল জানাচ্ছেন, ছোট্ট এমিলিও তাঁর কাছে আশীর্বাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement