শারীরিক মিলনে লুকিয়ে থাকে পারস্পরিক নিশ্চয়তাও। ছবি: সংগৃহীত
সুস্থ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শরীর সক্রিয় ভূমিকা পালন করে বলে মনে করেন অনেকেই। তবে সম্পর্ক ভাল রাখতে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন ঠিক কতটা, এ প্রশ্নের সত্যি কোনও উত্তর হয় কি? কোনও যুগলের শারীরিক সম্পর্ক না থাকা মানেই কি তাঁদের মানসিক দূরত্ব তৈরি হতে শুরু করেছে? নাকি মিলন হয় শুধুই শারীরিক চাহিদা মেটানোর জন্য। হালের সমীক্ষা বলছে, শরীর সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সক্ষম। তবে সব সময়ে যে শুধু শারীরিক চাহিদাই একে অপরকে কাছাকাছি আনে, এমন নয়। কাছের মানুষটির থেকে এক নিবিড় আশ্রয় খোঁজার তাগিদও এতে লুকিয়ে থাকে। সম্পর্কের নিশ্চয়তাও তৈরি হয় এর মাধ্যমে। শারীরিক সম্পর্ক আর কী কী ভাবে প্রভাব ফেলে জীবনে?
মানসিক ভাবে সতেজ করে তোলে শারীরিক সম্পর্ক। ছবি : সংগৃহীত
১) আপনার পাশের মানুষটিকে আরও কাছ থেকে জানার, বোঝার এবং চেনার একটি পথ তৈরি হয়।
২) মানসিক ভাবে আপনাকে সতেজতা প্রদান করে শারীরিক সম্পর্ক।
৩) নিজের মনের জোর ও সঙ্গীর প্রতি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে শারীরিক সম্পর্ক।
৪) একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করে তোলে শারীরিক মিলন।