marriage

Marriage in India: বউ হিসাবে কর্মরতাদের পছন্দ নয় অধিকাংশ ভারতীয় পুরুষের, দাবি অক্সফোর্ডের সমীক্ষায়

বিয়ের পর স্ত্রী সংসারে মন দেবেন। বাইরে গিয়ে আবার কাজ করবেন কেন? এখনও দেশের অধিকাংশ পুরুষের এমনই ভাবনা। দাবি অক্সফর্ডের গবেষণায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ২০:০৭
Share:

গবেষণায় দেখা গিয়েছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন মহিলার প্রোফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যাঁরা কর্মরতা নন।

কর্মরতারা এখনও বাড়ির বউ হিসাবে পছন্দরে তালিকার উপরে নয়। অন্তত এ দেশে। এমনই দাবি করা হল ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে।

Advertisement

পাত্র-পাত্রীর সন্ধান দেওয়ার বিভিন্ন ওয়েবসাইটে সকলের গতিবিধির ভিত্তিতেই মূলত চালানো হয়েছিল গবেষণা। দেখা গিয়েছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন মহিলার প্রোফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যাঁরা কর্মরতা নন।

সমীক্ষায় দেখা গিয়েছে, যে সকল মহিলা কোনও দিনও বাইরে গিয়ে কাজ করেননি, তাঁদের প্রোফাইল ১৫-২০ শতাংশ বেশি জনপ্রিয়। দেখা গিয়েছে, ১০০ জন পুরুষের মধ্যে ৭৮-৮৫ জন কর্মরতাদের প্রোফাইলে যান। অন্যরা যান না। যাঁরা কর্মরতাদের প্রফালে যান, তাঁরাও খুব েকটা কথা এগোন না।

Advertisement

এর পর পছন্দের তালিকায় রয়েছেন সেই মহিলারা, যাঁরা বিয়ের পর চাকরি ছেড়ে দিতে রাজি। সেই সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নারী ৪০-এর মধ্যে বিয়ে করে ফেলেন। তাঁদের কেউ কেউ বিয়ের আগে নিজেদের কাজ নিয়ে মেতে থাকলেও, সংসার করার পর সে দিকেই মন দেন। এমন মহিলাদেরও পছন্দ করেন পুরুষরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement