সারমেয়র জন্য বিছানা বা গদি কেনার আগে কোন বিষয়ে নজর দেওয়া জরুরি? ছবি:ফ্রিপিক।
ছোট্ট একটি ছানা এনেছেন বাড়িতে। গুটি গুটি পায়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে সে। পোষ্য সারমেয়র জন্য খাওয়া, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি তার ছোট ছোট খেয়াল রাখাও।
বিশেষত শীতের দিন হলে তার যাতে ঠান্ডা না লেগে যায় সে জন্য উপযুক্ত বিছানা, কম্বল দরকার। সারমেয়দের জন্যই বিশেষ বিশেষ গদি, কম্বল, পোশাক পাওয়া যায়। তেমনই একটি কিনতে চান? কিন্তু কোনটি কিনবেন? কেনার আগে কোন বিষয়গুলি দেখতে হবে?
সারমেয়র ঘুমের অভ্যাস জানা দরকার: বিভিন্ন প্রজাতির কুকুর শোওয়া, খাওয়ার ধরন ভিন্ন। কোনও কোনও কুকুর গুটিয়ে, কুণ্ডলী পাকিয়ে শুতে পছন্দ করে। আবার কোনও কুকুর পা ছড়িয়ে ঘুমায়। যে প্রজাতির পোষ্য রয়েছে তার ঘুমের সময় ভঙ্গিমা, সর্বাপেক্ষা কতটা লম্বা হয় তারা, সে সম্পর্কে জানা থাকলে বিছানা কেনা সুবিধা হবে।
বিভিন্ন ধরনের গদি: মানুষের ক্ষেত্রেও যেমন স্বাস্থ্য এবং আরামের কথা ভেবে বিভিন্ন ধরনের গদি তৈরি হয়, সারমেয়র ক্ষেত্রেও তেমনই। কুকুরের জন্যও অর্থোপেডিক, বলস্টার, বালিশ দেওয়া বিছানা হয়। কুকুরেরও যাতে ব্যথার সমস্যা না হয়, সে জন্য অর্থোপেডিক বিছানা। আবার ঘাড় আরাম করে রেখে ঘুমোনোর জন্য বলস্টার বিছানা। সেই বিছানা বা গদি তৈরিতে কখনও তুলো, কখনও পলিয়েস্টার ব্যবহার হয়। প্রয়োজন অনুযায়ী সঠিকটি বেছে নিতে হবে।
আকার এবং আয়তন: গোলাকার, আয়তাকার, বেড় দেওয়া বিভিন্ন আকার এবং আয়তনের বিছানা পাওয়া যায়। প্রথমেই দেখা দরকার কোন প্রজাতির সারমেয় বাড়িতে রয়েছে। বড় হলে সে কতটা লম্বা হতে পারে। যেমন জার্মান শেফার্ডের জন্য যতটা বড় বিছানা দরকার হবে, ততটা বড় বিছানা পাগ বা স্পিচের জন্য লাগবে না।
বয়স বাড়লে: বয়স হলে সারমেয়রও বাড়তি আরামের দরকার হয়। শরীরে কোনও সমস্যা থাকলে, পায়ে ব্যথা হলে তার আরামের দিকটি দেখে গদি বাছাই করতে হবে। অনেক সময় একটু নরম গদি হলে তাদের আরাম বেশি হতে পারে। সেগুলি বুঝে গদি পাল্টানো যেতে পারে। দরকারে পশু চিকিৎসকের পরামর্শও নিতে পারেন।
পরিচ্ছন্নতা: সারমেয় শাবক হলে সে গদিতে প্রস্রাব করতে পারে। সে ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখা দরকার। গদি যাতে সরাসরি নোংরা না হয়, সে জন্য পোষ্যের ত্বকের উপযোগী এমন কাপড় দিয়ে গদি ঢেকে রাখতে পারেন। তবে গদি কিন্তু নিয়মিত পরিষ্কার রাখলেই ভাল হবে।