মালা-বদলের মঞ্চে এ কী হল! ছবি সৌজন্য: ওয়েডিংওয়ারইন্ডিয়া
বিয়ের মণ্ডপে বরপক্ষ আর কনেপক্ষের খুনসুটি নতুন কিছু নয়। অনেক সময়েই বিভিন্ন লোকাচারের মধ্যেই তাঁরা মেতে ওঠেন বিভিন্ন ধরনের ঠাট্টায়। কখনও কখনও সেই দলে নাম লেখান বর-কনেও। তেমনই একটি ঘটনা সম্প্রতি দেখা গেল নেটমাধ্যমের একটি ভিডিয়োতে।
ভিডিয়োটি এক হবু দম্পতির মালা-বদলের। কিন্তু দুজনের মধ্যে কে আগে মালা পরাবেন তা ঠিক করে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে সিদ্ধান্ত নিলেন, একটি খেলাতেই ধরা হবে বাজি। খেলাটি হল রক-পেপার-সিজার। যিনি জিতবেন, তিনিই প্রথম পরাবেন মালা।
খেলাটি ছোটদের কাছে বেশ জনপ্রিয়। এতে তিন ধরনের সঙ্কেত আছে। যা হাতের তিন রকম ভঙ্গিমায় ফুটিয়ে তুলতে হয়। রক নামক ভঙ্গিমাতে হাত মুঠো করতে হয়। পেপারে খুলে দিতে হয় হাতের পাতা। আর সিজারে তর্জনী ও মধ্যমা দিয়ে কাঁচির মতো ভঙ্গি করতে হয়। এখন রক আর পেপারের মধ্যে যে পেপার ভঙ্গি দেখাবে, সে জিতবে। পেপার আর সিজারের মধ্যে যে দেখাবে সিজার, সে হবে বিজয়ী। আবার সিজার ও রকের মধ্যে জিতবে রক। মালা-বদলের মঞ্চে দাঁড়িয়েই খেলাটি খেলেন ওই যুগল। আর খেলায় জেতেন কনে। বাজি জিতে তিনি প্রথম পরান মালা।