সন্তানদের সঙ্গে একান্তে অনুষ্কা-বিরাট। ছবি: সংগৃহীত।
অবশেষে ভারতের মাটিতে দেখা মিলল অনুষ্কা শর্মার। বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে পা রাখলেন অভিনেত্রী। তবে অনুষ্কাকে একাই দেখা গেল বিমানবন্দরে, সঙ্গে ছিলেন না বিরাট কোহলি, ভামিকা ও অকায়। ছেলে অকায়ের জন্মের পর থেকেই বিদেশেই বেশির ভাগ সময় থাকছিলেন অনুষ্কা। পরবর্তী সময় বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর লন্ডনেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন বিরুষ্কা। দেশে ফিরে এক অনুষ্ঠানে অনুষ্কা বলেন, ‘‘আমাদের ছেলেমেয়ের জন্য আমরা একেবারেই আদর্শ অভিভাবক নই।’’
মুম্বইয়ের এক অনুষ্ঠানে অনুষ্কাকে তাঁর এবং বিরাটের বাবা-মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। অনুষ্কা বলেন, ‘‘আদর্শ বাবা-মা হওয়ার জন্য চারদিকে প্রবল চাপ। আমরা কোনও মতেই আদর্শ বাবা-মা নই। আমরাও বিভিন্ন জিনিস নিয়ে অভিযোগ করি। আমাদের মনে হয়, তাতে ভুল কিছুই নেই।’’
সন্তানদের জীবনের মূল্যবোধের বিষয়ে ছোট থেকে শিক্ষা দেওয়া জরুরি। অনুষ্কা বলেন, ‘‘জীবনের পাঠ শেখার জন্য ভামিকা ও অকায় এখন খুবই ছোট। আমরা চাই আমাদের জীবন থেকে ওরা পাঠ নিক। ভামিকা খুব ছোট, তবুও আমরা যে ভাবে অন্যকে সম্মান করি, জীবনে যেটুকু যা পেয়েছি তার জন্য অন্যের কাছে আমরা যে ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, ভামিকা এখন থেকেই সেগুলি শিখতে শুরু করেছে।’’
সন্তান জন্মের পর থেকেই আদর্শ বাবা-মা হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েন অনেক বাবা-মা। সন্তানকে ভাল স্কুলে ভর্তি করানো থেকে তার পরবর্তী জীবন কী ভাবে সুখে-স্বাচ্ছন্দ্যে কাটবে, সেই নিয়ে শুরু হয়ে যায় তোড়জোড়। সন্তান একটু বড় হলে সেই চাপ খানিকটা এসে পড়ে তাদের উপরেও। সব ক্ষেত্রেই প্রথম হওয়ার দৌড়ে কোথাও যেন নিজেকেই হারিয়ে ফেলে খুদেরা। অনুষ্কা কিন্তু সেই প্রতিযোগিতায় বিশ্বাসী নন। বাবা-মায়ের জীবনের ছোট-বড় ভুল থেকেই পাঠ নেবে সন্তানেরা, এমনটাই মনে করেন অভিনেত্রী। আদর্শ বাবা-মা হতে না পারলেও ক্ষতি কী! সন্তানকে জীবনের সঠিক পাঠ দেওয়াটাই বেশি জরুরি।