Anupam Kher

Bollywood Couple: ৩৭ বছর পূর্ণ হল বিয়ের, এই তারকা দম্পতিকে চিনতে পারছেন?

সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষে নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন এক তারকা। চিনতে পারছেন কে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৬:৩৯
Share:

ছবির যুগলকে চিনতে পারছেন? ছবি: সংগৃহীত

১৯৮৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই অভিনেতা-অভিনেত্রী। তার পর ৩৭ বছর কেটে গিয়েছে, ভাঙেনি জুটি। সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষে নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাঁদেরই এক জন। চিনতে পারছেন তাঁদের? রইল পাঁচটি সঙ্কেত—

Advertisement

১। বর্ষীয়ান এই অভিনেতা অভিনয় করেছেন ৫০০-র বেশি হিন্দি ছবিতে। জাতীয় পুরস্কার পেয়েছেন দু’বার। দেখা গিয়েছে একাধিক বিদেশি ছবিতে অভিনয় করতেও।

২। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি দীর্ঘ দিন একটি রিয়্যালিটি শো-তে সামলেছেন বিচারকের দায়িত্ব।

Advertisement

৩। অভিনেতা জাতীয় সেন্সর বোর্ড ও ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। ২০০৪ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

৪। ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’তে অভিনয়ের জন্য ২০০০ সালে জাতীয় পুরস্কার পান অভিনেত্রী।

৫। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে নির্মিত একটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে। এ বছর তাঁকে দেখা গিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতেও।

যাঁরা এখনও চিনতে পারছেন না, তাঁদের জন্য রইল উত্তর—

ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা হলেন কিরণ খের ও অনুপম খের। বিবাহবার্ষিকীতে নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অনুপম নিজেই।

অনুপম খের ও কিরণ খের। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement