Love Story

Love Story: ফোনেই আলাপ, দেখা হয়নি কখনও! জেলবন্দি প্রেমিকে মজলেন চার সন্তানের মা

স্বামী, সংসার, সন্তান— কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর প্রেমে! সব ছেড়ে জেলবন্দি এক ব্যক্তির গলায় মালা দিতে চলেছেন তরুণী!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ২০:৫৩
Share:

লরার প্রেমিক রিজ এক জন সাজাপ্রাপ্ত আসামি। ছবি: প্রতীকী

লন্ডনের বাসিন্দা ৩২ বছর বয়সি লরা ওসুলিভান। সামনের বছর গাঁটছাড়া বাঁধতে চলেছেন প্রেমিক রিজের সঙ্গে।

Advertisement

এ পর্যন্ত গোটা বিষয়টি অত্যন্ত স্বাভাবিক লাগছে। তবে কাহিনির এখানেই শেষ নয়। লরার প্রেমিক রিজ এক জন সাজাপ্রাপ্ত আসামি। জেলে বন্দি। আর লরা নিজে বিবাহিতা। চার সন্তানের মা। কিন্তু কোনও কিছুই লরা আর রিজের প্রেমে বাধা হতে পারেনি।

২০২১ সাল থেকে লরার সঙ্গে আলাপ রিজের। তবে এখনও পর্যন্ত কেউ কাউকে সামনে থেকে দেখেননি। দু’জনের আলাপ হয়েছিল ফোনে। সেখান থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব এবং প্রেম। রিজ জেল থেকে কবিতা এবং চিঠি লিখে পাঠাতেন। নিজের অতীত নিয়ে যথেষ্ট অনুশোচনাও রয়েছে। এ সব কিছুই ভাল লেগে যায় লরার। স্বামী, সংসার, সন্তান থাকা সত্ত্বেও প্রেমে পড়েন এমন এক জন মানুষের, যাঁকে সামনে থেকে কখনও দেখেননি। লরার মা এবং বোন শুধু এই সম্পর্কের কথা জানেন। তাঁরা মেনেও নিয়েছেন। সামনের বছর রিজের শাস্তির মেয়াদ পূর্ণ হচ্ছে। তার পরেই রিজের সঙ্গে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লরা। রিজ জানিয়েছেন, এত দিন জেলে থেকে তিনি একেবারে নতুন মানুষ হয়ে গিয়েছেন। অতীত ভুলে গিয়ে লরাকে সঙ্গে নিয়ে নতুন জীবন শুরু করতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement