Love Story

বয়সে দ্বিগুণ বাসচালকের প্রেমে হাবুডুবু! নিজেই দিলেন প্রেমপ্রস্তাব, ঘটা করে সারলেন বিয়ে

সম্প্রতি পাকিস্তানের বছর পঞ্চাশের বাস ড্রাইভার ও বছর চব্বিশের মহিলা যাত্রীর প্রেমকাহিনি নিয়ে চর্চা চারিদিকে। কেমন ছিল তাঁদের প্রেমকাহিনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১২:১৯
Share:

ভালবাসা দু’দিক থেকে থাকলেও প্রথম ভালবাসার কথা স্বীকার করেন শেহজাদি। ছবি: সংগৃহীত।

বয়স কিংবা সামাজিক অবস্থান, কোনও কিছুই প্রেমে বাধা হতে পারে না— বার বার তা প্রমাণিত হয়েছে। সম্প্রতি পাকিস্তানের বছর পঞ্চাশের বাস ড্রাইভার ও বছর চব্বিশের মহিলা যাত্রীর প্রেমকাহিনি বেশ চর্চিত হচ্ছে চারিদিকে।

Advertisement

পাকিস্তানের পঞ্জাব রাজ্যের চান্নু থেকে লাহৌর পর্যন্ত প্রতি দিনের বাসযাত্রার সময় শেহজাদি নামে এক তরুণী এবং সাদিক নামে এক জন বাসচালক একে অপরের প্রেমে পড়েন। ভালবাসা দু’দিক থেকে থাকলেও প্রথম ভালবাসার কথা স্বীকার করেন শেহজাদি।

এক সাক্ষাৎকারে শেহজাদি বলেন, ‘‘সাদিকের কথা বলার ধরন, তাঁর বাস চালানোর ধরন, তাঁর হাবভাব সবই মনে ধরেছিল আমার। চান্নু থেকে লাহৌর— দীর্ঘ যাত্রার সময় পুরনো দিনের ভালবাসার গান চালাত সাদিক। লম্বা পথ, ভালবাসার গান আর একে অপরের সঙ্গে চোখাচোখি— ভালই জমেছিল আমাদের প্রেম। আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একে অপরের সামনে ভালবাসার স্বীকারোক্তি। সাহস জুগিয়ে আমিই বলে ফেললাম শেষমেশ।’’

Advertisement

লম্বা পথ, ভালবাসার গান আর একে অপরের সঙ্গে চোখাচোখি ভালই জমেছিল তাঁদের প্রেম। ছবি: শাটারস্টক।

সাদিক প্রথম দিকে দু’জনের বয়স নিয়ে খানিকটা চিন্তিত হলেও শেহজাদি তাঁকে বোঝান, প্রেমে বয়স বাধা হতে পাররে না। দীর্ঘ দিন প্রেমালাপ চলার পর এখন তাঁরা বিবাহিত। নেটিজ়েনদের মতে, তাঁদের প্রেমকাহিনি সিনেমার গল্পকেও হার মানাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement