love

Relationship: অতিমারির মাঝে বহু দিন পরে প্রেমিকের সঙ্গে দেখা? ঘরেই তৈরি করুন সুন্দর মুহূর্ত

এতদিন পরে দেখা হবে, তাও আবার বাড়িতে? এসব মুহূর্তও হয়ে উঠতে পারে সুন্দর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৮:৩৮
Share:

প্রতীকী ছবি।

অতিমারির জেরে প্রেমিকের সঙ্গে দেখা হচ্ছে না দিনের পর দিন। শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছনোর যানবাহন মেলা সহজ নয় এই সময়ে। তার উপরে বাইরে বেরিয়ে দেখা করা ঘিরে আশঙ্কা তো রয়েছেই।

Advertisement

যদি একটা দিন এসব সামলেও দেখা করার পরিকল্পনা হয়, সুযোগ থাকলে সে ব্যবস্থা করুন নিজের বাড়িতেই। ভাবছেন এতদিন পরে দেখা হবে, তাও আবার বাড়িতে! তাতে যথেষ্ট ভাল ভাবে কাটানো হবে না সময়?

তেমন না-ও হতে পারে। যদি আগে থেকে পরিকল্পনা করে রাখেন, তবে তৈরি হতে পারে মনে রাখার মতো কিছু মুহূর্ত।

Advertisement

অতিমারির মাঝে বাড়িতেই কী ভাবে সময় কাটাবেন দু’জনে?

১) আগে থেকে তাঁর জন্য রান্নাবান্না করে ক্লান্ত হয়ে পড়বেন না। তাতে দেখা হওয়ার আনন্দ কমবে। বরং একসঙ্গে কিছু রান্নার পরিকল্পনা করুন। এক-অপরকে সাহায্য করবেন। তাতে সুন্দর সময় কাটবে। আবার ভাল খাবারও বানানো হবে।

প্রতীকী ছবি।

২) দু’জনেই একধরনের বই পড়তে পছন্দ করেন? তবে একটা বই পড়ার দিন বার করুন। পছন্দের পানীয় আর খাবার কিনে নিন দোকান থেকে। দিনটা কাটান একসঙ্গে বই পড়ে। মাঝেমধ্যে গানও শুনুন একসঙ্গে।

৩) খেলতে ভাল লাগে? কিন্তু সময় পান না? তবে সেই কাজও করা যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে। দাবা, স্ক্র্যাবলের মতো পছন্দের কিছু বোর্ডগেম বার করে রাখুন। বেশ অন্য রকম হবে দিনটা।

একসঙ্গে হলে গিয়ে সিনেমা দেখা বা রেস্তরাঁয় খাওয়া তো হয়েই থাকে। অন্য রকম সময়ে তৈরি হোক নতুন স্বাদের কিছু মুহূর্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement