Relationship

Relationship: সঙ্গীর তুলনায় আপনি কি বেশি স্বার্থপর? বুঝবেন কী ভাবে

নিজে স্বার্থপরের মতো আচরণ করছেন কিনা, খেয়াল থাকে কি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ২০:৩৮
Share:

স্বার্থপর মানুষদের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন। ফাইল চিত্র

দু’জনে দু’রকম হয়ে থাকে। কারও রাগ বেশি, তো কারও আনন্দ। কেউ হতে পারে নিজের সঙ্গীর থেকে একেবারেই অন্য ধরনের। কিন্তু কী ভাবে বোঝা যাবে সম্পর্কের ভিতরে স্বার্থপর সঙ্গী কোনজন?

Advertisement

স্বার্থপর মানুষদের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন। এ কথা মানেন প্রায় সকলে। কিন্তু কখনও নিজে স্বার্থপরের মতো আচরণ করছেন কিনা, খেয়াল থাকে কি? তার উপরে কিন্তু নির্ভর করে, আপনার সঙ্গী কতটা ভাল থাকবেন এই সম্পর্কে। তা বোঝা যেতে পারে নিজেই।

বোঝার কয়েকটি উপায় রয়েছে।

Advertisement

১) সবই নিজের পছন্দমতো চান? এমন অনেকেই হয়। নিজের পছন্দই শেষ কথা। খেয়াল থাকে না যে, সঙ্গীর পছন্দ হতে পারে একেবারে অন্য রকম কোনও জিনিস।

সবই নিজের পছন্দমতো চান? ফাইল চিত্র

২) কোনও কিছু পছন্দ না হলেই কথা বলা বন্ধ করে দেন? বোঝানোরও চেষ্টা করেন না সঙ্গীকে? তাতে তিনি যে ভাল থাকছেন না, সে কথা খেয়াল থাকে কি?

৩) কোনও কিছু মনের মতো না হলেই কি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেন? তবে কিন্তু আপনার নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে।

কী মনে হচ্ছে, আপনিই সেই ব্যক্তি? পরবর্তী পদক্ষেপ কেমন হবে, ঠিক করে নিন নিজেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement