কী ভাবে ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করা যাবে ইউপিআই? গ্রাফিক: শৌভিক দেবনাথ
এ বার ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ‘ইউপিআই’-এর টাকা দেওয়া-নেওয়া করা যাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে, বুধবার এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বুধবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘ক্রেডিট কার্ডের সঙ্গে ইউপিআই সংযুক্তিকরণের অনুমতির প্রস্তাব দেওয়া হয়েছে।’’শক্তিকান্ত জানান, ইউপিআই পদ্ধতিতে টাকার লেনদেন যাতে আরও ছড়িয়ে প়়ড়ে, তার জন্যই এই উদ্যোগ। আরবিআই-এর ছাড়পত্র প্রাপ্ত ‘রুপে ক্রেডিট কার্ড’ ইউপিআই-এর সঙ্গে সংযুক্ত করা যাবে বলেও জানান তিনি। ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া’ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে খবর।কী ভাবে সংযুক্ত করতে হবে ক্রেডিট কার্ড ও ইউপিআই?
আরবিআই সূত্রে খবর, বিশেষ কোনও জটিলতা ছাড়াই সংযুক্তিকরণ করা যেতে পারে ইউপিআই ও ক্রেডিট কার্ড। ধাপগুলি হতে পারে নিম্নরূপ—
১। যে অ্যাপে টাকা দেওয়া-নেওয়া করবেন সেই অ্যাপে ঢুকে নিজের ছবি দিতে হবে।
২। এর পর ‘পেমেন্ট মেথড’ অংশে যেতে হবে।
৩। এই অংশে ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে।
৪। নির্দিষ্ট স্থানে বসাতে হবে, কার্ডের নম্বর, কার্ডের মেয়াদ, সিভিভি ও কার্ডটির মালিকের নাম।
৫। সব তথ্য দিয়ে দেওয়ার পর ‘সেভ’ করে দিলেই সম্পন্ন হবে প্রক্রিয়া।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।