Priyanka Chopra

অনুরাগীদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিলেন প্রিয়ঙ্কা চোপড়া! ইনস্টাগ্রামে কী জানালেন তিনি?

গত বছর মার্চ মাসে নিউ ইয়র্ক শহরে নিজের রেস্তরাঁ ‘সোনা’-র উদ্বোধন করেছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর মুকুটে চড়ল নয়া পালক! ‘সোনা’ পেল মিশেলিনের স্বীকৃতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৭
Share:

প্রিয়ঙ্কার মুকুটে নয়া পালক! ছবি- সংগৃহীত

প্রিয়ঙ্কা চোপড়া এখন কেবল অভিনেত্রীই নন, রেস্তরাঁর মালকিনও বটে। গত বছর মার্চ মাসে নিউ ইয়র্ক শহরে নিজের রেঁস্তরা ‘সোনা’-র উদ্বোধন করেছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর মুকুটে চড়ল নয়া পালক! ‘সোনা’ পেল মিশেলিনের স্বীকৃতি।

Advertisement

প্রিয়াঙ্কার এই রেস্তরাঁর নামকরণ করেছিলেন তাঁর স্বামী নিক জোনাস। ছবি- সংগৃহীত

খুশির খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়ঙ্কা লিখেছেন, নিউ ইয়র্ক শহরের নতুন ৩০টি রেস্তরাঁ বিশ্ববিখ্যাত মিশেলিন তালিকায় স্থান করে নিয়েছে, যার মধ্যে অন্যতম ‘সোনা’। মঙ্গলবার মিশেলিনের তরফ থেকে ৩০টি রেস্তরাঁর নামের তালিকা প্রকাশ করা হয়েছে যাদের এ বছর পুরস্কার দেওয়া হবে।

ভারতীয় রসনার স্বাদ মার্কিন মুলুকের সকলের কাছে পৌঁছে দিতেই এই রেস্তরাঁ খোলার কথা ভাবনায় আসে অভিনেত্রীর। প্রিয়াঙ্কার এই রেস্তরাঁর নামকরণ করেছিলেন তাঁর স্বামী নিক জোনাস। অতীতে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সে কথা। কলকাতার মটন কাটলেট থেকে গোয়ার প্রন কারি— ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রয়েছে ‘সোনা’-র মেনুতে। প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, দেশের প্রতি ভালবাসা জানাতেই এই রেস্তরাঁ তৈরি করেছেন তিনি। শৈশব থেকে দেশের নানা খাবারের যে স্বাদ পেয়ে এসেছেন, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রচেষ্টার নাম ‘সোনা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement