priyanka chopra

উজ্জ্বল হলুদ পোশাকে ঝলমলে প্রিয়ঙ্কা, গ্রীষ্মের সাজে জোগাল নতুন মাত্রা

সবুজ ঘাসের উপরে ঝলমলে হলদে সাজ উপরে নীল আকাশ, সবে মিলে বলে দেয় ফ্যাশন আসলে অন্যেরটা দেখে শিখে নেওয়া যায় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ২১:১১
Share:

হলুদ পোশাকে ঝলমলে প্রিয়ঙ্কা

মরসুম বদলালেই এক দিকে যেতে হবে চোখ। দেখে নিতেই হবে কোন রঙে রঙিন হলেন প্রিয়ঙ্কা চোপড়া। শীতের ফ্যাশন হোক বা বর্ষার, তাঁর সাজে ঠিক দেখা যাবে নতুন ছোঁয়া।

Advertisement

গরম পড়তেই আবার নতুন রং দেখা গেল প্রিয়ঙ্কার ইনস্টাগ্রামে। ফুরফুরে মেজাজে রোদ মাখা হাসি। পরনের ড্রেসটি নজর কাড়তে বাধ্য। উজ্জ্বল হলুদ রঙা সেই পোশাকে চারপাশও হয়ে গিয়েছে আরও ঝলমলে। ঠিক যেন প্রকৃতির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সেজেছেন অভিনেত্রী। সবুজ ঘাসের উপরে ঝলমলে হলদে সাজ উপরে নীল আকাশ, সবে মিলে বলে দেয় ফ্যাশন আসলে অন্যেরটা দেখে শিখে নেওয়া যায় না। নিজের আশপাশটা দেখে, বুঝে চললে তবেই সাজ হয় সুন্দর। চোখে পড়েন সুন্দরীও।

প্রিয়ঙ্কার এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। তাঁকে যে সুন্দর দেখাচ্ছে, তা তো অনেকে বললেন বটেই। তবে এই ছবি যে গ্রীষ্ম ফ্যাশনে নতুন মাত্রা জুড়ল, তা উল্লেখ করতেও ভুললেন না অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement