হিরে ব্যবসায়ীর ছেলের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি : ইনস্টাগ্রাম।
কিছু দিন আগেই দেশের ধনীশ্রেষ্ঠ মুকেশ অম্বানীর ছোট ছেলের বিয়েতে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁকে দেখা গেল এক হিরে ব্যবসায়ীর ছেলের বিয়েতে। সুরতের ওই হিরে ব্যবসায়ী সাবজি ঢোলকিয়া ইনস্টাগ্রামের পাতায় প্রধানমন্ত্রীর সঙ্গে পুত্র দ্রব্য ঢোলকিয়া এবং পুত্রবধূ জাহ্নবীর ছবি দিয়ে লিখেছেন, ‘‘ওঁদের নতুন সফরের সূচনায় আশীর্বাদ জানাতে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওঁর উপস্থিতি আমাদের ধন্য করছে।’’
সাবজি ঢোলকিয়া (কালো শেরওয়ানি) এবং তাঁর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ইনস্টাগ্রাম
সাবজি সুরতের হিরে ব্যবসায়ী। হিরে বিক্রয়কারী সংস্থা হরিকৃষ্ণ গ্রুপের প্রতিষ্ঠা করেছিলেন। এখন তিনি সুরতের ধনকুবের। সাবজিকে ভারতের ‘ডায়মন্ড কিং’ও বলা হয়। তবে তিনি বিখ্যাত তাঁর কর্মীদের দামি ‘উপহার’ দেওয়ার জন্য। শোনা যায়, প্রতি বছর সাবজির সংস্থা হরেকৃষ্ণ গ্রুপ তাঁর কর্মীদের দামি গাড়ি, মোটা টাকার ব্যাঙ্ক আমানতের মতো উপহার দেন। চলতি বছরেও দিল্লিতে তাঁর সংস্থার ৬০০ জন কর্মীকে গাড়ি উপহার দিয়েছেন তিনি। অনুষ্ঠান করে কর্মীদের হাতে তুলে দিয়েছেন চারচাকা গাড়ির চাবি। এহেন হিরে ব্যবসায়ীকে ২০২২ সালে ‘পদ্মশ্রী’ও দিয়েছিল মোদী সরকার। এ বার তাঁর ছেলের বিয়ের অনুষ্ঠানেও অতিথি হয়ে এলেন প্রধানমন্ত্রী।
নবদম্পতি দ্রব্য এবং জাহ্নবীর সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: ইনস্টাগ্রাম
আলাদা একটি পোস্টে সাবজি লিখেছেন, প্রধানমন্ত্রী অতিথি হিসাবে পাওয়া তাঁর সাত বছরের পরিশ্রমের ফসল। সাত বছর ধরে সুরতের দুধালা গ্রামের চাষীদের জলের সমস্যা দূর করার জন্য একটি জলাধার তৈরি করার পরিকল্পনা করছিলেন তিনি। যেখানে ৯৪ কোটি লিটার জল ধরা থাকবে। সুরতের ওই জলাধারের কাজ এ বছরই সম্পূর্ণ হয়। সাবজি লিখেছেন, ‘‘ওই জলাধারের নাম দেওয়া হয়েছে ভারতমাতা সরোবর। তার উদ্বোধনের জন্য যখন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাই, তখন ছেলের বিয়ের জন্যও নিমন্ত্রণ জানিয়েছিলাম। উনি সেই নিমন্ত্রণ রক্ষা করেছেন। আমি ওঁর কাছে কৃতজ্ঞ।’’
বিয়ের অনুষ্ঠানে মোদীর পোশাকটিও ছিল দেখার মতো। ছবি: ইনস্টাগ্রাম
সাবজি তাঁর ছেলের বিয়ের আয়োজন করেছিলেন সুরতেরই হেট নি হাভেলিতে। মোদী ভারতমাতা সরোবরের উদ্বোধনের পর এসেছিলেন সেখানেই। বিয়ের অনুষ্ঠানে মোদীর পোশাকটিও ছিল দেখার মতো। ঘিয়ে রঙের মোদী কুর্তা-চুরিদার এবং জ্যাকেটের সঙ্গে হালকা বাদামি রঙের পাশমিনার উপরে সূক্ষ্ম কাজের উড়নি নিয়েছিলেন মোদী। ছবিতে তাঁকে বর, কনে এবং সাবজির পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। একটি ছবিতে তাঁর পা ছুঁয়ে প্রণামও করতে দেখা যাচ্ছে নবদম্পতিকে।