ঢিল ছোড়া দূরত্বেই দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল ‘কলারওয়ালি’ ও তার ছানাপোনাদের
ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফির শখ আছে? তা হলে পেঞ্চের জঙ্গল হতেই পারে আপনার আদর্শ ঠিকানা। শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলের নৈঃশব্দ্য, রোমহর্ষকতা উপভোগ করতে পারবেন পেঞ্চের জঙ্গলে। সেখানে হুড-খোলা সাফারি ভ্রমণের সময় ঢিল ছোড়া দূরত্বেই দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল ‘কলারওয়ালি’ ও তার ছানাপোনাদের।
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া ও সিওনি জেলার কেন্দ্রে অবস্থিত পেঞ্চ ন্যাশনাল পার্ক। কেবল বাঘ নয়, জঙ্গল জুড়ে রয়েছে সম্বর, নীলগাই, হরিণ, নেকড়ে, চিতা, ময়ূরের আনাগোনা। পাহাড়, সমুদ্র তো অনেক ঘুরলেন এ বার জঙ্গলের রোমাঞ্চকর অভিজ্ঞতার উপলব্ধি করেই আসুন না!
‘জঙ্গল বুক’-এর মোগলি, বালু, আকিলা চরিত্রগুলিকে মনে আছে? পেঞ্চের জঙ্গলে গেলে মনে হতেই পারে আপনি যেন সেই ছোট্টবেলার গল্পের দেশে পৌঁছে গিয়েছেন। হবে নাই বা কেন শুনি? সেই কাল্পনিক চরিত্রগুলি আদতে তৈরি হসেছিল তো এই জঙ্গলকেই কেন্দ্র করে। তাই আর দেরি নয় সামনের ছুটিতেই আপনার গন্তব্য হোক পেঞ্চ ন্যাশনাল পার্ক।