Children

Parenting: নিজের জিনিস অন্যের সঙ্গে ভাগ করে নেয় শিশু? না হলে শেখাবেন কী ভাবে

বড় হয়ে আর পাঁচজনকে নিয়ে চলতে গেলে, তা-ও শিখতে হবে শৈশবেই। তার জন্য ভাগ করে নিতে হবে নিজের জিনিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৯:৩২
Share:

বাড়িতে একা থাকলেও অনেকের সঙ্গে খেলতে শেখান। ফাইল চিত্র

ঘরে ঘরে এখন একজন, বা খুব বেশি হলে দু’জন শিশু। মুখে যতই সকলের সঙ্গে মিলেমিশে চলার কথা বলা হোক, তাদের আসলে সে ভাবে থাকতে হয় না। কিন্তু বড় হয়ে আর পাঁচজনকে নিয়ে চলতে গেলে, তা-ও শিখতে হবে শৈশবেই। আর সমাজের কয়েকজনের সঙ্গে অন্তত তো মিশতে শিখতে হবেই। না হলে স্কুল-কলেজ-অফিস, সর্বত্র গিয়েই সমস্যায় পড়বে সে।

Advertisement

মিশতে গেলে নিজের জিনিস ভাগ করে নিতেও জানতে হয়। আগে পরিবার বড় হতো। ফলে অনায়াসেই ভাগ করে নেওয়ার বিষয়টি শিখে যেত শিশু। এখন তা হয় না। তবে সে তা শিখবে কী ভাবে? শিশুকে ছোট থেকে সকলকে নিয়ে চলতে শেখানোর তিনটি উপায় বলা রইল এখানে।

১) বাড়িতে একা থাকলেও অনেকের সঙ্গে খেলতে শেখান। অতিমারির সময়ে ঘরে বসে থাকলেও অনলাইনে বন্ধুদের সঙ্গে দল মিলে খেলতে উৎসাহ দিন।

Advertisement

২) শিশুরা অনেকটাই দেখে শেখে। তার সামনে এমন কিছু উদাহরণ তৈরি করুন যাতে সে জানতে পারে, আর পাঁচজনের সঙ্গে নিজের জিনিস ভাগ করে নেওয়াই স্বাভাবিক।

৩) ভাগ করতে না চাইলে বকুনি দেওয়া চলবে না। বারবার এক কথা বোঝানোরও প্রয়োজন নেই। তাতে শিশুর মনের উপরে চাপ পড়তে পারে। কেন তা করতে চাইছে না সে, জানার চেষ্টা করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement