Optical Illusion

Optical illusion: ছবির বাতিগুলির আকার ঠিক কেমন, এক নজরে বলতে পারবেন?

দৃষ্টিবিভ্রম তৈরি করার জন্যেই এই ভাবে ছবিটি তোলা হয়েছে। আপাতত এই ছবি নিয়ে নেটাগরিকরা মশগুল। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৪:৫১
Share:

এমনকি বাতিগুলি আকারে ছোট না বড়, তা-ও বোঝা যাচ্ছে না। ছবি: সংগৃহীত

ছবি নিয়ে ধাঁধা এখন নেটমাধ্যমে অতি জনপ্রিয় বিষয়। উপরের ছবিটিও ঠিক সেই রকমই। হঠাৎ করে দেখলে যে কেউ ভাববেন, কারও বাড়ির বাগানে বড় আকারের বাতি রাখা আছে। কিন্তু ভাল করে লক্ষ করলে দেখা যায়, বাতি দু’টি আকারে-আয়তনে অনেকটাই ছোট। একটি তারে সেগুলি ঝোলানো অবস্থায় রয়েছে।

ছবিটি এত কাছ থেকে তোলা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন বাতি দু'টি বাগানের ঘাসের উপর পড়ে রয়েছে। এমনকি বাতিগুলি আকারে ছোট না বড়, তা-ও বোঝা যাচ্ছে না।

Advertisement

দৃষ্টিবিভ্রম তৈরি করার জন্যেই এই ভাবে ছবিটি তোলা হয়েছে। আপাতত এই ছবি নিয়ে নেটাগরিকরা মশগুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement