Dating Site

‘ডেটিং সাইটে’ আলাপ হল নতুন বান্ধবীর সঙ্গে? খেয়াল রাখুন নিজের আচরণে

ডেটিংয়ের ভাবনা এ দেশে কিছুটা নতুনই। ফলে ডেটিং-সংস্কৃতি সম্পর্কে অনেকেরই বিশেষ ধারণা নেই এখনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫০
Share:

ডেটিংয়েরও আছে নিজস্ব কিছু নিয়ম।

নেটমাধ্যমে ডেটিংয়ের চল এখন যথেষ্টই। নানা সাইটে নাম লেখালেই বিপুল তরঙ্গে মিশে গিয়ে নতুন ‘জীবন’ খুঁজে পাওয়া যায় যেন। চোখের সামনে একাধিক মহিলার ছবি। যাঁর সঙ্গে ইচ্ছে, বেছে নিয়ে কথা বলার সুযোগ মেলে। বাস্তবে যে কাজ করা যায় না, অতি সহজেই তা করা যায় ডেটিং সাইটে। কারণ, সব সময়ে ভাবতে হয় না নিজের ভাবমূর্তির কথা। যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর সঙ্গে দেখা হবে কি না কোনও দিনও, তা-ও জানা নেই। তা বলেই কি যেমন ইচ্ছে ব্যবহার করা যায় নেটমাধ্যমে পাতানো বন্ধুর সঙ্গে? ডেটিং সাইটে নাম লেখানোর আগে খেয়াল রাখুন কয়েকটি দিকে। মাথায় রাখুন কেন গেলেন আপনি সেখানে অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব চাইতে। শুধুই কি অচেনা কোনও মহিলার সঙ্গে দু’দিনের আলাপ জমাতে? তেমনটা যদি না ভাবেন, তবেই সদ্ব্যবহার করতে পারবেন এই প্রযুক্তির। সব কাজেরই কিছু নিয়ম থাকে। ডেটিংয়ের ভাবনা এ দেশে কিছুটা নতুনই। ফলে ডেটিং-সংস্কৃতি সম্পর্কে অনেকেরই বিশেষ ধারণা নেই এখনও। এরও কিছু নিয়ম আছে। বিভিন্ন পশ্চিমী দেশে রীতিমতো শিক্ষার অঙ্গ সেই রীতি-নীতি। অচেনা কোনও মহিলাকে ‘ডেট’ করার আগে, জেনে নিন কী কী করতে পারেন। এবং কোন আচরণ একেবারেই কাম্য নয়।

Advertisement

কী করবেন

  • কারও সঙ্গে কথা বলতে চাইলে অনন্ত ৩-৪ ঘণ্টা সময় দিন উত্তরের জন্য।
  • সেই উত্তর আসার ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই আবার কথা বলুন তাঁর সঙ্গে।
  • ফোন নম্বর চাওয়ার আগে বেশ কিছুটা সময় ব্যয় করুন সেই সাইটে কথাবার্তা চালিয়ে।
  • আলাপের ৩-৪ সপ্তাহের মধ্যে সামনাসামনি দেখা করার প্রস্তাব দিন।
  • আর কথা এগোতে না চাইলে স্পষ্ট ভাবে জানিয়ে দিন।
Advertisement

    কী করবেন না

    • নিজের পরিচয় গোপন করবেন না।
    • আলাপ হওয়া মাত্রই দেখা করার প্রস্তাব দেবেন না।
    • অচেনা মহিলার সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ কথা একেবারেই নয়।
    • পূর্ব ধারণার উপরে ভিত্তি করে কোনও কথা বলবেন না।
    • কাউকে পছন্দ না হলেও খারাপ ব্যবহার করবেন না।

    আনন্দবাজার অনলাইন এখন

    হোয়াট্‌সঅ্যাপেও

    ফলো করুন
    অন্য মাধ্যমগুলি:
    আরও পড়ুন
    Advertisement