Bizzare

মলদ্বারে বেলন ঢুকিয়ে ‘মশকরা’ বন্ধুদের, হাসপাতালে যুবক, ঘটনার ভিডিয়ো করে ধৃত ১

বন্ধুর গোপনাঙ্গে বেলন ঢুকিয়ে মজা করার অভিযোগে ধৃত ১। বাকি দু’জন পলাতক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৪:২৫
Share:

‘রক্তাক্ত’ বন্ধুত্ব। ছবি- সংগৃহীত

‘মজা করে’ এক বন্ধুর মলদ্বারে বেলন ঢুকিয়ে ভিডিয়ো করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের বদলাপুর থানার পুলিশ। আরও দুই বন্ধুর খোঁজে চলছে তল্লাশি। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ জানিয়েছে, চার বন্ধু মিলে খানাপিনার আসর বসিয়েছিলেন এক বন্ধুর বাড়িতে। প্রথম থেকেই নানা বিষয় নিয়ে আহত ওই যুবককে উত্ত্যক্ত করার চেষ্টা করেন বাকি তিন জন। মজার ছলে টেনে খুলে নেওয়া হয় তার গায়ের পোশাকও।

Advertisement

বদলাপুর থানার পুলিশকর্তা অনিল পাড়োয়াল জানান, মত্ত অবস্থায় থাকা ওই তিন যুবক মজার ছলে বছর ২৫-এর আক্রান্ত ওই যুবকের গোপনাঙ্গে রুটি বেলার বেলন ঢুকিয়ে দেন।

বন্ধুদের অত্যাচারে যন্ত্রণায় কাতর ওই যুবক রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন। ঘটনাক্রম বুঝতে পেরে তাঁদের মধ্যে থেকেই এক জন আহত ওই যুবককে নিয়ে ভর্তি হাসপাতালে করান।

হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের অবস্থা দেখেই সেখান থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত এক বন্ধুকে তখনই গ্রেফতার করে পুলিশ। বাকি দুই যুবক পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement