হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এ বার ভাড়া করতে পারবেন গাড়ি। ছবি- প্রতীকী
দ্রুত কোনও গন্তব্যে পৌঁছতে অনেকেই ভরসা রাখেন অ্যাপ ক্যাবের উপর। সেই সংশ্লিষ্ট সংস্থার অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এ বার ভাড়া করতে পারবেন গাড়ি। এমনই পরিষেবার অন্তর্ভুক্ত হতে চলেছেন দিল্লির বাসিন্দারা। হোয়াটসঅ্যাপের চ্যাটবটের মাধ্যমে ভাড়া করতে হবে উবের ক্যাব। হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে ক্যাব ভাড়া করার সুবিধা এই প্রথম নয়। গত বছর থেকেই লখনউয়ে এই পরিষেবা চালু হয়েছে। চ্যাটবট হল একটি বার্তা আদানপ্রদানের একটি কৃত্রিম প্ল্যাটফর্ম। যা ‘ইনফোবিপ’ নামক একটি বিশ্বব্যাপী সংস্থা দ্বারা পরিচালিত হয়। বহু ভাষী মানুষ এই চ্যাটবট ব্যবহার করতে পারেন।
চ্যাটবটের মাধ্যমে কী ভাবে ক্যাব ভাড়া করবেন?
ক্যাব প্রদানকারী সংস্থার নম্বরে মেসেজ করলে একটি কিউআর কোড দেবে। সেটি স্ক্যান করলেই হোয়াটসঅ্যাপে চ্যাটবট খোলার একটি লিঙ্ক পাওয়া যাবে। লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে চ্যাটবট। সেখানেই ভাড়া করতে পারবেন গাড়ি। তার পর সেই ক্যাব সংস্থার তরফ থেকে গ্রাহকদের সরবরাহ করতে বলা হবে যাত্রা শুরুর স্থান এবং গন্তব্য। একই সঙ্গে ভাড়ার মূল্য ও চালকের আসার সম্ভাব্য সময়ও জানিয়ে দেওয়া হবে। অ্যাপ ক্যাব সংস্থা উবের জানিয়েছে, ক্যাব ভাড়া করার সময় ড্রাইভারের বিবরণ এবং গাড়ির লাইসেন্স সম্পর্কিত সব তথ্যও দেওয়া হবে গ্রাহকদের। এমনকি যাত্রা শুরুর স্থানে আসার আগে পর্যন্ত ক্যাব চালকের গতিবিধিও নজরে রাখতে পারবেন গ্রাহকেরা।