বোরোলিন: বঙ্গ জীবনের অঙ্গ...যতই ক্রিম, স্নো পাউডার থাকুক, বাঙালির চি্রকালীন ভরসার জায়গা সেই বোরোলিন।
এখন কি আর আগের মতো স্বাদ আছে ইলিশের? মিষ্টি তো সবই ভেজাল। টিভিতে যতই খবর দেখি সকালে উঠে খবরের কাগজ নিয়ে বসে চায়ে চুমুক না দিলে কি আর দিন শুরু হয়? এই সব নস্টালজিয়ায় ষাটের দশকের বাঙা্লি প্রায়ই ভোগে। বাড়িতে বাবা, জ্যাঠাদের এই সব দুঃখ শুনতে হয় না এমন বাঙালি বাড়ি নেই বললেই চলে। জেনে নিন বাঙালির এমনই কিছু নস্টালজিয়া।
আরও পড়ুন: কলকাতার কোথায় ফ্রি ওয়াই ফাই জোন রয়েছে জানেন কি