Beauty Tips

এলোমেলো ভ্রু জোড়াই এখন জনপ্রিয়। লকডাউনে সৌন্দর্যের সংজ্ঞা বদলাচ্ছেন মেয়েরা

লকডাউনে স্যালোঁয় যাওয়া মাথায় উঠেছে। ভ্রু-জোড়া অনেকেরই এলোমেলো। কিন্তু সেটাই এখন হয়ে উঠেছে সৌন্দর্যের নতুন মাপকাঠি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৯:০১
Share:

এলোমেলো ভ্রু-ই এখন জনপ্রিয়। ছবি: সংগৃহিত

একে করোনার দাপট, তার উপর লকডাউন। পার্লারে যাওয়া, বাড়িতে পেশাদার বিউটিশিয়ানকে ডাকা— সবই এখন বন্ধ। তাই ভ্রু জোড়ার দিকে নজর দেওয়া হয় না। সকলেরই এলেমেলো। তবে অতিমারি অনেকগুলো চেনা সংজ্ঞা পালটে দিয়েছে। সৌন্দর্যের মাপকাঠিও এখন বদলে যাচ্ছে। এলোমেলো মোটা ভ্রু-ই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। বলিউ়ডের আলিয়া ভট্ট থেকে আপনার পাড়ার মডেল, সকলেরই এখন এই রকম ভ্রু পছন্দ।

Advertisement

দীর্ঘদিন ভ্রু না কামালে আপনার এমনিই মোটা ভ্রু হয়ে যাবে। কিন্তু সাজের সময় কী করে সামলাবেন এই ভ্রু, জেনে নিন।

১। একটা স্বচ্ছ জেল মাস্কারা দিয়ে ভ্রু জো়ড়া আঁচড়ে নিন।

Advertisement

২। খুব সরু আইব্রো পেনসিল বা আইব্রো মাস্কারা দিয়ে ভ্রুয়ের ফাকা স্থানগুলো ভরাট করুন। উপর দিকে রেখা টানবেন। এলোমেলো হলেও দুই ভ্রু সমান হতে হবে এবং একটা দেখতে সুন্দর আকার দিতে হবে।

৩। বাকি মুখে চড়া মেকআপ করবেন না। ন্যুড লিপকালার ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement