ঘরবাড়ি ঝকঝকে সাফ রাখতে কে না চান! তবে বাজারচলতি ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করায় লাভের চেয়ে ক্ষতিই হতে পারে বেশি। কারণ, এ ধরনের ক্লিনারে থাকে ক্ষতিকারক টক্সিক কেমিক্যাল। যার থেকে দূষণ ছড়াতে পারে। এমনকী, আপনার শরীরেও এর হানিকারক প্রভাব পড়তে পারে। অথচ ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখতে এ সব ক্লিনার ছাড়াও গতি নেই। তবে উপায়? তা কিন্তু আছে আপনার হাতেই! বেশ কিছু ঘরোয়া উপায়ে আপনি নিজেই ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারেন। গ্যালারিতে রইল তারই কয়েকটি হদিশ।
আরও পড়ুন: শুধু মাছ, মাংস নয়, ডায়েটে রাখুন এই সব উদ্ভিজ্জ প্রোটিনও