কেক অর্ডার করে শেষে এই? ছবি: সংগৃহীত
নাগপুরের বাসিন্দা কপিল ওয়াসনিক নামক এক ব্যক্তি নেটমাধ্যমে এক নামকরা বেকারি থেকে অর্ডার করেছিলেন কেক। জনপ্রিয় একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে দেওয়া ওই অর্ডারে কপিল কেক প্রস্তুতকারকদের অনুরোধ করেন, কেকে ডিম রয়েছে কি না, তা যেন জানিয়ে দেওয়া হয় অবশ্যই।
অর্ডার আসার পর কেকের বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ কপিলের। বাক্স খুলতেই কপিল দেখেন চকোলেট কেকটির উপর সাদা ক্রিম দিয়ে নকশা করার মতো করে লেখা রয়েছে ‘এতে ডিম আছে’! এমন কাণ্ড দেখে স্বাভাবিক ভাবেই হতবাক হয়ে যান কপিল।
নিজের টুইটার অ্যাকাউন্টে কেকের ছবি সহ গোটা ঘটনাটি প্রকাশ করেছেন কপিল। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে টুইটটি। ইতিমধ্যেই ৬০ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন ছবিটি, ‘রিটুইট’করেছেন প্রায় ১৬০০ জন। দেখে নিন সেই টুইট।