marriage

Bizarre: বিয়ের দিন একই পোশাকে হাজির শাশুড়ি, বিয়ে ভেঙে দিলেন কনে

বিয়ের দিন একই পোশাকে হাজির বরের মা ও হবু স্ত্রী। শাশুড়ির সাজ দেখে বিয়ে ভাঙলেন কনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২০:১৪
Share:

কে শাশুড়ি, কে বৌমা! ছবি: সংগৃহীত

বিয়ে ভাঙার অনেক রকম কারণ শোনা যায়। কিন্তু এমন কারণ কেউ আগে শুনেছেন কি না বলা কঠিন। বিয়ের দিন একই পোশাকে হাজির বরের মা ও হবু স্ত্রী। আর হবু শাশুড়ি অবিকল তাঁর মতো সেজে এসেছেন দেখে বিয়ে ভেঙে দিলেন কনে।

Advertisement

অজ্ঞাতপরিচয় এক মহিলা নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন নিজের এই অভিজ্ঞতা। শাশুড়ি আর হবু বরের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে উগরে দিয়েছেন নিজের ক্ষোভও। মুখের অংশ কালো করে দেওয়ায় কারও পরিচয় জানা যাচ্ছে না। আর তাতে আরও অদ্ভুত ঠেকছে বিষয়টি। কে কনে আর কে শাশুড়ি পোশাক দেখে চেনার কোনও উপায় নেই।

সেই বিয়ের ছবি ছবি: সংগৃহীত

নেটাগরিকরা অবশ্য গোটা বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্ত। একদল সমর্থন করেছেন কনেকে। মন্তব্য করেছেন, যে শাশুড়ি বিয়ের দিন এমন অদ্ভুত কাণ্ড ঘটাতে পারেন, তাঁর সঙ্গে না থাকাই শ্রেয়। এক জন লিখেছেন, বিয়ের দিন সব মেয়েই চান, যেন তাঁকে সবার চেয়ে আলাদা লাগে দেখতে। কিন্তু শাশুড়ি এমন সেজে এসেছেন যে ফুলের তোড়া হাতে না থাকলে বোঝাই যেত না কার বিয়ে হচ্ছে। উল্টো দিকে কেউ কেউ আবার জানিয়েছেন, শুধু পোশাক বিভ্রাটের জন্য বিয়ে না ভাঙলেও পারতেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement