অনেক সময় তিল সৌভাগ্য বয়ে নিয়ে আসে। শরীরের বিভিন্ন জায়গার তিল আমাদের সৌন্দর্যকেও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু সমস্ত তিল সৌভাগ্যসূচক নাও হতে পারে।
বাম গালে তিল:বাম দিকের গালে তিল থাকলে আপনার আয় থাকবে বিপুল। কিন্তু টাকা খরচও হবে জলের মতো। ফলে সঞ্চয় করতে পারবেন না।
ঠোঁটের নীচে তিল:ঠোঁটের নীচে তিল থাকলে অনেক সময় তা দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু অর্থকষ্টের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাকে।
বাম হাতের তালুতে তিল:টাকা হাতে রাখা আপনার জন্যও মুশকিল। আয় করবেন যথেষ্ট। কিন্তু আয়ের চেয়ে ব্যয় হবে বেশি।
বাম হাঁটুতে তিল:সঞ্চয় করার অনেক চেষ্টা করবেন আপনি। কিন্তু অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকেও।
তর্জনীতে তিল:তর্জনীতে তিল থাকলে টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় সারা জীবন ভুগতে হতে পারে আপনাকে।
ভ্রূ-তে তিল:ভ্রূয়ের মধ্যে বড় তিল অর্থকষ্টের ইঙ্গিত দেয়। এঁদের বিবাহিত জীবনও খুব একটা সুখের হয় না। বেশিরভাগ জীবনই কেটে যায় টানাপোড়েনের মধ্যে।
বাম বগলে তিল:বাম বগলে তিল থাকলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন আপনি। শারীরিক সমস্যাজনিত কারণে প্রচুর টাকা খরচ হতে পারে আপনার।