Mithila Palkar

করোনার সময়ে কেমন ভাবে জমবে নৈশ-আড্ডা, দেখালেন মিথিলা

কোভিডের নিয়ম মেনে পার্টি করলে, তা দেখতে কেমন হয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৫:০০
Share:
মিথিলা পালকর

মিথিলা পালকর ফাইল চিত্র

করোনাকালে বেশিটা বাড়িতে থাকা বাধ্যতামূলক। এমন প্রচার হচ্ছে সর্বত্র। কাজের জন্য বাইরে পা রাখলেও আড্ডা, হইচই একেবারেই নয়। এর মধ্যে কী ভাবে নিজের মন ভাল রাখা সম্ভব? মানসিক স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে তো। বাড়িতেই মাঝেমধ্যে সুবিধামতো আনন্দ করার কথা বলছেন মনোবিদেরা। আর সেই উপদেশেই যেন ফোড়ন দিলেন বলি-অভিনেত্রী মিথিলা পালকর।

Advertisement

নিজের বাড়িতে পার্টির সাজে মিথিলা। ছবি দিলেন নেটমাধ্যমে। এক হাতে সুন্দর পেয়ালায় লাল রঙা পানীয়। আর এক হাতে ফোন। সবে মিলে আবহ তৈরি। তবে সুন্দরীর চোখ রয়েছে কোনও বন্ধুর চোখে নয়। নিজেরই ফোনের পর্দায়। তাঁর আশপাশে আর এক জনও নেই। তিনি একা। সেই ছবির সঙ্গেই মিথিলা লিখলেন, ‘একার পার্টির চেহারা যেমন হয় আর কি’!

Advertisement

ছবি ও তার সঙ্গের বক্তব্যের নীচে মিথিলা জুড়লেন, ‘#কোভিডউজ’। বোঝালেন, কোভিডে জর্জরিত সময়ে সকলের দুর্ভাগ্যের কথা উল্লেখ করতেই এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement