Salt

Mental Health: এই সৈন্ধব নুন পারে মন ভাল করে দিতে, কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন

ইংল্যান্ডের এপসম এলাকা থেকে এর নামকরণ হয়েছিল। রান্নায় তো বটেই, এমনকি ফল বা অন্য পদের সঙ্গে এই লবণ কাঁচাও খান অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৯:০০
Share:

মন ভাল করে দিতে পারে এই নুন। ছবি: সংগৃহীত

সাধারণ নুনের বদলে অনেকেই সামুদ্রিক এবং খনিজ লবণ খেতে পছন্দ করেন। এই ধরনের লবণের গুণও আছে। যেমন এই ধরনের লবণ ম্যাগনেসিয়ামের চাহিদা মেটাতে কাজে লাগে। কিন্তু মন ভাল রাখতেও কি পারে এটি? তেমনই বলছে হালের গবেষণা।

Advertisement

সম্প্রতি আমেরিকার স্নায়ু এবং মনোবিদ রোন্ডা ম্যাটক্স তাঁর গবেষণায় দেখিয়েছেন, ‘এপসম লবণ’ অবসাদ কাটাতে পারে। কী এই লবণ? এটি একপ্রকার সৈন্ধব নুন। ইংল্যান্ডের এপসম এলাকা থেকে এর নামকরণ হয়েছিল। রান্নায় তো বটেই, এমনকি ফল বা অন্য পদের সঙ্গে এই লবণ কাঁচাও খান অনেকে। ব্যবহার হয় পানীয় তৈরির কাজেও।

কিন্তু তা দিয়ে মন ভাল রাখা বা অবসাদ দূর হতে পারে কী ভাবে?

Advertisement

চিকিৎসক ম্যাটক্স তাঁর গবেষণায় দেখিয়েছেন, এই নুন যদি অল্প পরিমাণে স্নানের জলে মিশিয়ে নেওয়া যায়, তা হলে ত্বকের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে ম্যাগনেসিয়াম শরীরে ঢোকে। যার প্রভাব পড়ে স্নায়ুর উপর। ধীরে ধীরে মনকে শান্ত করতে পারে এই লবণ-জলে স্নান।

আগামী দিনে সৈন্ধব লবণের এ ধরনের ব্যবহার নিয়ে কাজ করছেন বহু স্নায়ুবিদই। এটি স্বীকৃতি পেলে সহজেই এর প্রয়োগ করা যাবে বলে আশা মনোবিদমহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement