পুরুষদের অধিকার মিলল। ছবি- সংগৃহীত
এতদিন পুরুষদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এ বার প্যারিসে ২০২৪ সালে অলিম্পিক্স-এ সৃজনশীল সাঁতার বিভাগে অংশ নিতে আর কোনও বাধা রইল না।
আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলে ৮ জন করে সাঁতারু থাকবেন। মোট ১০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ যেন এত দিনের স্বপ্নকে, এক অসম্ভবকে সম্ভব করে তুলল। ২০১৫ সালে বিশ্ব অ্যাকোয়াটিক চ্যম্পিয়নশিপে অংশগ্রহন করার পর পুরুষদের আর অলিম্পিক্সে ভাগ নিতে দেওয়া হয়নি। এই আক্ষেপ তাঁদের চিরকালের।
ইটালির বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা এক সাঁতারু জানান, “খেলোয়াড়দের মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়। তাই এই সিদ্ধান্ত সমতা রক্ষার নজির হয়ে থাকল।”