Paris Olympics 2024

প্যারিসে ২০২৪ অলিম্পিক্স-এর সৃজনশীল সাঁতার বিভাগে অংশ নিতে পারবেন পুরুষরাও

এত দিন এই খেলায় অংশগ্রহণ করতে পারছিলেন না তাঁরা। কিন্তু অলিম্পিক্স কমিটি নতুন করে নিয়ম চালু করছে পুরুষদের জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২০:১৯
Share:

পুরুষদের অধিকার মিলল। ছবি- সংগৃহীত

এতদিন পুরুষদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এ বার প্যারিসে ২০২৪ সালে অলিম্পিক্স-এ সৃজনশীল সাঁতার বিভাগে অংশ নিতে আর কোনও বাধা রইল না।

Advertisement

আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলে ৮ জন করে সাঁতারু থাকবেন। মোট ১০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ যেন এত দিনের স্বপ্নকে, এক অসম্ভবকে সম্ভব করে তুলল। ২০১৫ সালে বিশ্ব অ্যাকোয়াটিক চ্যম্পিয়নশিপে অংশগ্রহন করার পর পুরুষদের আর অলিম্পিক্সে ভাগ নিতে দেওয়া হয়নি। এই আক্ষেপ তাঁদের চিরকালের।

Advertisement

ইটালির বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা এক সাঁতারু জানান, “খেলোয়াড়দের মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়। তাই এই সিদ্ধান্ত সমতা রক্ষার নজির হয়ে থাকল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement