Marijuana

Marijuana: আমেরিকায় কিশোরদের মধ্যে বাড়ছে গাঁজা সেবনের হার, বলছে সমীক্ষা

সমীক্ষা বলছে, আমেরিকায় কিশোর-কিশোরীদের মধ্যে গাঁজা ব্যবহারের হার বিপুল পরিমাণে বেড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৮:৪৭
Share:

গত বছর দৈনিক গাঁজা সেবনের হার প্রায় দ্বিগুণ হয়েছে। ছবি-প্রতীকী

২০২১ সালে, আমেরিকায় কিশোর-কিশোরী এবং তরুণদের মধ্যে গাঁজা ব্যবহারের হার বিপুল পরিমাণে বেড়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষা এমনই তথ্য দিচ্ছে। ১৯-৩০ বছর বয়সিদের মধ্যে এই সমীক্ষাটি চালানো হয়েছিল।

Advertisement

সমীক্ষায় দেখা গিয়েছে যে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক তরুণের মধ্যে এক জন প্রায় প্রতি দিন গাঁজা সেবন করেছেন। গত ১০ বছরের তুলনায়, গত বছর দৈনিক গাঁজা সেবনের হার প্রায় দ্বিগুণ হয়েছে। আগের বছরগুলির তুলনায় ২০২১ সালে, গাঁজার ব্যবহার বেড়েছে প্রায় ৫০ শতাংশ। শুধু গাঁজা নয়, ব্যবহার বেড়েছে নিকোটিনেরও। গবেষকরা বলছেন, কোভিড স্ফীতির বাড়াবাড়ি পর্যায়ে এই ধরনের নেশার সামগ্রীর ব্যবহার বন্ধ ছিল। করোনা পরিস্থিতি খানিক স্থিতিশীল হতেই, ফের বৃদ্ধি পেয়েছে এই ধরনের সামগ্রীর ব্যবহার।

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্য অনুসারে, অতিরিক্ত মাদক সেবনের কারণে গত বছর আমেরিকায় মারা গিয়েছেন প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ। গাঁজা, নিকোটিন ছাড়াও বেড়েছে মদ্যপানের হার। তথ্য বলছে. প্রতি আট জনের মধ্যে এক জন প্রায় প্রতি দিন মদ্যপান করেছেন। যা ছাপিয়ে গিয়েছে পূর্ব বছরগুলির রেকর্ডও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement