Dangerous Video

ছেলেকে নিয়ে ছেলেখেলা! ‘প্রচারের নেশায়’ খুদেকে বিপদে ঠেলে ভিডিয়ো করে কটাক্ষের শিকার বাবা

সম্প্রতি সমাজমাধ্যমে বাবা-ছেলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে ভালবাসা তো আছেই তবে ভয়ও আছে অনেকখানি। খুদেকে নিয়ে বাবার কেরামতি দেখে অভিভাবকরা বিস্মিত। ভালবাসার এ কী হাল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১১:৫৯
Share:

৩২ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে খুদের বাবা তাকে আকাশে ছুড়ে দিয়েছেন। ছবি: টুইটার।

সন্তানের যত আবদার, যত দাবি, সবই বাবার কাছে। ছোট্টবেলায় বন্ধু হওয়ার আগে বাবাই হন ছেলেমেয়েদের খেলার সঙ্গী! মায়েরা যেখানে সন্তানদের সব সময় আগলে রাখেন, তখন বাবাই হন তাদের ‘পার্টনার ইন ক্রাইম’!

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে বাবা-ছেলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে ভালবাসা তো আছেই তবে ভয়ও আছে অনেকখানি। খুদেকে নিয়ে বাবার কেরামতি দেখে অভিভাবকরা বিস্মিত। ভালবাসার এ কী হাল!

৩২ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে খুদের বাবা তাকে আকাশে ছুড়ে দিয়েছেন। না রাগের মাথায় নয়, ভালবাসার ছলেই। তবে এই ভালবাসা কি আদৌ শিশুর জন্য স্বাস্থ্যকর, প্রশ্ন তুলছেন নেটিজ়েনরা। আকাশে ছুড়েই সেই ব্যক্তি বাহুতে জড়িয়ে ধরলেন তাকে। খানিকটা স্বস্তি পেলেন নেটাগরিকরা। তবে তার পরের দৃশ্যগুলি দেখে তাঁদের হাড় হিম হয়ে যাওয়ার দশা।

Advertisement

ক্যামেরার সামনে হাসতে হাসতে বাবা তার একহাতের তালুতে খুদেকে নিয়ে ফের তুলে দিলেন হাওয়ায়। সেকেন্ডের মধ্যেই বাবার হাত ফস্কে পড়ে যাচ্ছিল খুদে সেই দৃশ্য যেন আরও ভয়ঙ্কর। তবে, না। বাবার কেরামতি তখনও বন্ধ হয়নি। খুদেকে উল্টো করে দোল খাওয়াতেও দেখা গেল বাবাকে। খুদেকে নিয়ে বাবার জাগলিং মোটেই ভাল চোখে দেখেননি নেটাগরিকরা। যদিও ভিডিয়োর শেষে বাবার বাহুতে সুস্থ-স্বাভাবিক দেখে ধড়ে প্রাণ ফিরে পেয়েছেন তাঁরা।

এক ক্ষুদ্ধ নেটাগরিক লিখেছেন, ‘‘এমন বাবার জেল হওয়া উচিত।’’ আর এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োর জন্য খুদের সঙ্গে এমন কেরামতি না করলেই নয়!’’ এক মহিলা লিখেছেন, ‘‘আমার বর এই কাজ করলে আমি তাঁকে কোনও দিন বাচ্চা ধরতেই দিতাম না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement