Drinking

Death while Drinking: দু’মিনিটে এক বোতল মদ শেষ করলেই হাজার টাকা! বাজি জিতে প্রাণ হারালেন যুবক

কে কত দ্রুত মদ্যপান করতে পারবেন, তা-ই ছিল প্রতিযোগিতার মূল বিষয়। বাজি ধরতে গিয়ে এমন পরিণতির আশা করেননি কেউই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৭:১৪
Share:

বাজি ধরে মর্মান্তিক পরিণতি।

নির্দিষ্ট সময়ের মধ্যে যে যত বেশি মদ্যপান করতে পারবে, সে-ই পেয়ে যাবে হাজার টাকা। মাত্র হাজার টাকার বাজি জিততেই বেঘোরে প্রাণ গেল দক্ষিণ আফ্রিকার যুবকের। ঠিক কী ঘটেছিল?

Advertisement

দক্ষিণ আফ্রিকার মাসাম্বা এলাকার লিম্পাপোর গ্রামের এক মদের দোকানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কে কত দ্রুত মদ্যপান করতে পারবেন, তা-ই ছিল প্রতিযোগিতার মূল বিষয়। লিম্পাপোর গ্রামের ওই দোকানে মদ্যপান করতে গিয়েছিলেন ২৩ বছরের এক যুবক। টাকার লোভে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। দু’মিনিটের মধ্যে এক বোতল মদ শেষও করে ফেলেন যুবক। তবে বাজি জিতেও হেরে গেলেন তিনি। উপস্থিত বাকিরা মিলে তাঁকে নিয়ে মাতামাতি করতে শুরু করেন। কিন্তু সেই আনন্দ বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।

সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, অল্প সময়ে অতিরিক্ত মদ্যপানের কারণেই প্রাণ গিয়েছে যুবকের। ওই যুবক যে মদ পান করেছিলেন, তাতে অ্যালকোহলের মাত্রা ছিল ৩৫ শতাংশ।

Advertisement

এ প্রসঙ্গে সেখানকার পুলিশের মুখপাত্র ব্রিগ মোটলাফেলা মোজাপেলো জানান, ‘মদ্যপান প্রতিযোগিতায় অংশ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। দু’মিনিটে গোটা মদের বোতল শেষ করে মৃত্যু হয় তাঁর। তবে কার মদতে এমন প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।’

সোশ্যাল মিডিয়ায় এই মদ্যপান প্রতিযোগিতার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

যুবসমাজ প্রায়ই বিভিন্ন ধরনের খাবার কিংবা পানীয়ের প্রতিযোগিতায় অংশ নেন। মজার ছলে করা কোন ভুলের খেসারত কী ভাবে দিতে হবে তা জানা নেই কারও। খাবার ও পানীয় সংক্রান্ত কোনও প্রকার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে আরও বেশি সচেতনতার প্রয়োজন আছে বইকি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement