একটু দূরে গেলেই অন্য জনের অভাব টের পান কি?
বেশ কয়েক বছর বিয়ে হয়েছে। আপনি একই রকম আছেন। আগের মতোই সঙ্গের মানুষটাকে ভালবাসেন, তাঁর যত্ন নিতে চান। কিন্তু সব সময় মনে হয় কি, উনি আর আগের মতো নেই? গোড়ার দিকে আপনাকে যেমন ‘মিস’ করতেন, এখন আর তেমন করেন না?
উনি আপনাকে ‘মিস’ করেন, নাকি করেন না— সে প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন। কিন্তু আপনি এমন কিছু করতেই পারেন, যাতে আপনি কাছে না থাকলে ওঁর খালি খালি লাগবে। আপনার প্রতি যদি ওঁর ভালবাসা থাকে, তবে সেই ‘মিস’ করার আগুনটাকে আপনি উস্কে দিতেই পারেন। তাতে আখেরে লাভই হবে বেশি। আর সে জন্য রইল কয়েকটা টিপস।
মনোবিদের কথায়: মনোবিদ জয়িতা সাহা বলছেন, এই ‘মিস’ করা বা খালি লাগার পিছনে নারী এবং পুরুষের একটু আলাদা আলাদা ধরনের মানসিকতা কাজ করে। বেশির ভাগ মহিলাই নিজেদের আবেগকে খুব সহজে প্রকাশ করে ফেলেন। তাঁরা অতো লুকিয়ে রাখতে পছন্দ করেন না। পুরুষের ক্ষেত্রে আবার উল্টো। তাঁদের যতই আবেগ থাক না কেন, তাঁদের বেশির ভাগই সেই আবেগকে প্রকাশ করার বিষয়ে খুব সচেতন। ফলে কে কতটা ‘মিস’ করছেন, সেটা অনেকটা নির্ভর করবে আপনার সঙ্গী বা সঙ্গিনীর মনের গড়নের উপর।অন্য দিকে তাঁর মতে, ‘‘একজন পুরুষ জীবনে তাঁর স্ত্রী বা প্রেমিকার মধ্যে এক ধরনের আশ্রয় বা যত্ন খোঁজেন। সেটা চট করে না পাওয়া গেলেই, তাঁরা সঙ্গিনীর অভাব টের পাবেন’’, বলছেন জয়িতা। তবে সেই আশ্রয় বা যত্ন এমনি এমনি আসবে না। তার জন্য তাঁকেও সঙ্গিনীর প্রতি যত্নবান হতে হবে— এটা বুঝিয়ে দেওয়া উচিত বলে মত তাঁর। ‘‘বহু মেয়ে তাঁদের প্রেমিক বা স্বামীর সঙ্গে কথা বলাটা, ভাল সময় কাটানোটা খুব উপভোগ করেন। সেই জায়গাটা যে খুব দামি— এটা যদি উল্টোদিকের মানুষটা বুঝিয়ে দিতে পারেন, তা হলে একসঙ্গে না থাকার সময় মেয়েরাও তাঁদের সঙ্গীর অভাব টের পাবেন’’, বলছেন জয়িতা। আর এই খালি লাগাই প্রেমকে আরও গাঢ় করবে বলে মনে করছেন তিনি।