Johnson’s & Johnson’s

কোথায় বাতিল করা হল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের লাইসেন্স? কেন এমন সিদ্ধান্ত

পিএইচ পরীক্ষায় পাশ করতে না পারায় মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসন-এর পাউডারকে শিশুদের ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছে। সংস্থার পক্ষ থেকে কী বলা হয়েছে এই বিষয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৩
Share:

মহারাষ্ট্রে আর মিলবে না জনসনের পাউডার!

জনসন অ্যান্ড জনসন-এর শিশুদের ট্যালকম পাউডারের লাইসেন্স বাতিল করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

Advertisement

সরকারি তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে জনসন অ্যান্ড জনসন পাউডার সদ্যোজাত শিশুদের ত্বকের ক্ষতি করতে পারে। ল্যাবরেটরি পরীক্ষায় শিশুদের জন্য তৈরি এই সংস্থার পাউডারের নমুনাগুলিতে যে পিএইচ মান পাওয়া গিয়েছে তা সদ্যোজাত শিশুদের ব্যবহার জন্য উপযুক্ত নয়। রাজ্যের এফডিএ এই দ্রব্যের নিয়মিত গুণগত মান পরীক্ষার সময় ধরা পড়ে, এই পাউডারের পিএইচ-এর মান নির্ধারিত মানের তুলনায় অনেকটাই বেশি। কলকাতা-ভিত্তিক সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে তৈরি রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত পৌঁছেছে মহারাষ্ট্রের এফডিএ। নাসিক ও পুণে থেকে পাউডারের নমুনা সংগ্রহ করেই এই পরীক্ষা করা হয়।

পি এইচ পরীক্ষায় পাশ করতে না পারায় মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসন-এর পাউডার শিশুদের ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছে।

Advertisement

সংস্থার পক্ষ থেকে এই রিপোর্ট মেনে নেওয়া হয়নি। জনসন অ্যান্ড জনসন ইতিমধ্যেই আদালতে গিয়েছে। তারা মহারাষ্ট্রের সরকারের এই রিপোর্টটি সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিতে পাঠানোর জন্য আদালতে চ্যালেঞ্জ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement