sonam kapoor

Sonam Kapoor: সাদা-কালোর সাজে লন্ডন ফ্যাশন উইকে উজ্জ্বল সোনম কপূর

ইনস্টাগ্রামে সে দেশ থেকে নিজের সাজের ছবি দিলেন সোনম। দেখালেন, পোশাক বাছাই থেকে রূপটান, সবেতেই বিশেষ যত্ন নিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২২:২২
Share:

সোনম কপূর।

দেশে এখনও গরম। হট প্যান্ট পরে দিব্যি কাটানো যাবে আরও দু’টি মাস। কিন্তু লন্ডনের বাতাসে রয়েছে শীত শুরুর আভাস। নিজের সাজে তা বুঝিয়ে দিলেন সোনম কপূর।

Advertisement

সাজসজ্জা নিয়ে সোনমের ভাবনা অনেকের থেকেই এগিয়ে। তার উপর আবার তিনি গিয়েছেন লন্ডন ফ্যাশন উইকে। এ তো আর রোজের সাজ নয়। একটু অন্য রকম না হলে চলে? ইনস্টাগ্রামে সে দেশ থেকে নিজের সাজের ছবি দিলেন সোনম। দেখালেন, পোশাক বাছাই থেকে রূপটান, সবেতেই বিশেষ যত্ন নিয়েছেন তিনি। মুম্বইয়ের সাজ আর বিলেতের বেশ একেবারেই এক রকম রাখেননি।

সোনম কপূর।

পায়ের কাছে লুটিয়ে পড়া সাদা ড্রেসের উপর পরেছেন হাঁটু ঝুলের কোট। সাদা-কালো চেক দেওয়া সেই শীত পোশাকে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এমন সাজের পিছনে যে যথেষ্ট ভাবনা রয়েছে, তা ফুটিয়ে তুলছে সোনমের হাতে ধরা বাদামি চামড়ার ব্যাগ এবং সাদা মাঝারি মাপের হিল দেওয়া জুতো।

Advertisement

খোলা চুলে, চোখে কালো চশমা পরে সোনম হাঁটলেন লন্ডনের পথে। সেই ছবি দেখে অনুরাগীদের অনেকেই বললেন, একেবারে মেমসাহেবের মতো লাগছে বলি-নায়িকাকে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement