জানেন হাই কেন ছোঁয়াচে?

পৃথিবীতে কী সব থেকে ছোঁয়াচে বলুন তো? নাহ! কোনও রোগ, জীবাণু নয়। পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হল হাই। কি তাই তো? সামনে বসে কেউ তুললেই হল! সঙ্গে সঙ্গে প্রায় সকলেরই উঠতে শুরু করবে। কেন এমনটা হয় বলুন তো? হাই আমরা তুলিই বা কেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ১৩:০২
Share:

ব্রেন ঠান্ডা রাখার জন্যও হাই ওঠে জানতেন!

পৃথিবীতে কী সব থেকে ছোঁয়াচে বলুন তো? নাহ! কোনও রোগ, জীবাণু নয়। পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হল হাই। কি তাই তো? সামনে বসে কেউ তুললেই হল! সঙ্গে সঙ্গে প্রায় সকলেরই উঠতে শুরু করবে। কেন এমনটা হয় বলুন তো? হাই আমরা তুলিই বা কেন? বিশেষজ্ঞরা বলেন, ঘুম পেলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, তখন আমাদের হাই ওঠে। তবে শুধু কি ঘুম পেলেই হাই ওঠে? আর হাই ছোঁয়াচেই বা কেন? বিশেষজ্ঞরাও এর উত্তর এখনও হাতড়ে বেরোচ্ছেন। দেখে নিন হাই সম্পর্কে ৮ তথ্য।

Advertisement

আরও পড়ুন: না ঘুমিয়ে এতদিন থাকা যায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement