৫০০ টাকার নোট নেওয়ার আগে ভাল করে দেখে নেওয়া উচিত নকল কিনা। আমরা সকলেই এটা জানি। ব্যাঙ্ক বা দোকানেও ৫০০ টাকা দিলে আলোয় ধরে দেখে নেওয়া হয় আসল কিনা। কিন্তু এতে কতটা বোঝা যায় নোট আসল কিনা? ঠিক কী কী চিহ্ন দেখে বুঝবেন? এই বিষয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৯টি শনাক্তকরণ চিহ্ন রয়েছে। জেনে নিন সেই চিহ্নগুলো।
আরও পড়ুন: কম্পিউটারে ডিফল্ট ড্রাইভ ‘সি’ থাকে কেন জানেন কি?