অনেক সময় আবার ডিভাইসের কোনও গোলযোগের কারণেও ইন্টারনেটের গতি ধীর হয়ে থাকে। ডিভাইস রিস্টার্ট করুন। <br>বাড়ির অন্য কম্পিউটার বা ফোনের সঙ্গেও যাচাই করে নিন। তাতে যদি ইন্টারনেটের গতি বেড়ে যায়, <br>তা হলে জানবেন এটা আপনার ডিভাইস হার্ডওয়ারের সমস্যা।
আপনার ইন্টারনেটের স্পিড নিয়ে কি আপনি নাজেহাল? একটা কিছু ডাউনলোড করতে চাইলেই কি সঙ্গে সঙ্গে ফোন হ্যাং হয়ে যায়? যদি তাই হয়, তা হলে জেনে নিন, এর কারণ কী। কারণগুলো জানা থাকলে সমস্যার সমাধানের জন্য এ দিক ও দিক ছোটার দরকার পড়ে না। নিজের ইন্টারনেটের গতি নিজেই বাড়িয়ে নেওয়া যায়। কী ভাবে তা সম্ভব দেখে নিন: