আজ শিশু দিবস। ওদের দিন। সারা বছর আমাদের মাথায় ঘোরে কী ভাবে সন্তানকে ঠিক ভাবে মানুষ করে তুলবো, সঠিক ব্যবহার শেখাবো, কী ভাবই বা নিজেদের প্রত্যাশা মতো তৈরি করবো তাদের ভবিষ্যত্। এই একটা দিন ভেবে দেখুন তো সন্তান আপনার কাছ থেকে কী প্রত্যাশা করে? কেনই বা আমরা প্রত্যাশা মতো সব করেও, ওদের ঠিক মনের মতো করে বড় করে তুলতে পারি না? কেনই বা সন্তান আমাদের থেকে দূরে সরে যায়? এমনটা কখনই হবে না যদি ছোটবেলা থেকেই আপনার সন্তানের প্রিয় বন্ধু হয়ে উঠতে পারেন। জেনে নিন সন্তানের প্রিয় বন্ধু হয়ে ওঠার ৫ উপায়।
আরও পড়ুন: কোন তিন কারণে শিশুদের মধ্যে বাড়ছে ওবেসিটি?