Remarry

মেয়েরা যেন পান সম্পত্তির অধিকার, তা নিশ্চিত করতে ২৯ বছর পর ফের বিয়ে করলেন মুসলিম দম্পতি

দক্ষিণের অভিনেতা সি শুক্কুর এবং তাঁর স্ত্রী শিনা ৮ মার্চ দ্বিতীয় বারের জন্য বিয়ে সারলেন। কী কারণে আবার বিয়ে করতে হল তাঁদের?

Advertisement

সংবাদ সংস্থা

কোচি (কেরল) শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৮:০৫
Share:

১৯৯৪ সালে প্রথম বার শরিয়ত আইনের অধীনে বিয়ে হয় সি শুক্কুর ও শিনার। ছবি: সংগৃহীত।

মেয়েদের সম্পত্তির ভাগ পাইয়ে দেওয়ার জন্য বিয়ের ২৯ বছর পর ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কেরলের এক মুসলিম দম্পতি। দক্ষিণের অভিনেতা সি শুক্কুর এবং তাঁর স্ত্রী অধ্যাপক শিনা ৮ মার্চ দ্বিতীয় বারের জন্য সারলেন বিয়ে।

Advertisement

১৯৯৪ সালে প্রথম বার শরিয়ত আইনের (মুসলিম ব্যক্তিগত আইন) অধীনে বিয়ে হয় সি শুক্কুর ও শিনার। ওই আইন অনুযায়ী, মেয়েরা তাঁদের বাবার সম্পত্তির দুই-তৃতীয়াংশেরই অধিকারী হবেন। দম্পতির উত্তরাধিকারী পুত্র না থাকলে পিতার বাকি সম্পত্তি তাঁর অবর্তমানে শুক্কুর ভাইদের কাছে চলে যাবে।

মেয়েদের সঙ্গে নবদম্পতি। ছবি: সংগৃহীত।

তাঁদের সম্পত্তি যাতে সন্তানদের কাছে যায়, তা নিশ্চিত করতেই বিশেষ বিবাহ আইনের অধীনে আবার বিয়ে করেন দম্পতি। এই আইনের অধীনে যে কোনও ব্যক্তির সম্পত্তি ‘ভারতীয় উত্তরাধিকার আইন’ অনুযায়ী ভাগ করা যাবে। এক ফেসবুক পোস্টে সি শুক্কুর লেখেন, ‘‘সম্প্রতি দু’বার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আর তার পর থেকেই চিন্তা শুরু হয় মৃত্যুর পর পরিশ্রমের কামাই আমার মেয়েরা ভোগ করতে পারবে তো? ওরা পুরোপুরি ভাবে আমার সম্পত্তির ভাগ পাবে কি না, তা নিয়ে নানা প্রকার চিন্তা ঘুরপাক খেতে থাকে আমার মাথায়। শরিয়ত (মুসলিম আইন) অনুযায়ী, মেয়েরা পিতার সব সম্পত্তির ভাগীদার হতে পারেন না। এই আইন ইচ্ছাপত্র লিখে যাওয়ারও অনুমতি নেই। তাই আমি দ্বিতীয় বার বিয়ে করি। ভারতের সংবিধানে ছেলে আর মেয়ের মধ্যে কোনও বিভেদ নেই। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই আমার এই সিদ্ধান্ত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement